থ্রেড কাটিং এর প্রয়োজনীয়তা?

থ্রেড কাটিং এর প্রয়োজনীয়তা?

পোশাক প্রস্তুত কারখানায় পোশাক সেলাইয়ের পর সেলাই ঠিক আছে কি না তা পরীক্ষা করার জন্য। অথবা পোশাকের কোন ধরনের ক্রুটি আছে কি না তা দেখার জন্য ইন্সপেকশন বিভাগে প্রেরণ করা হয়। তাছাড়া সেলাইয়ের পর সেলাই সুতা সঠিকভাবে কাটা হয়েছে কি না সেটাও সঠিকভাবে দেখতে হয়। 
থ্রেড কাটিং মেশিন
থ্রেড কাটিং মেশিন

সেলাই সুতার প্রান্তভাগ সঠিকভাবে কাটা না হলে এটি পোশাকের পৃষ্ঠদেশে ঝুলে থাকে। আর এভাবে সুতার প্রান্তভাগ ঝুলে থাকলে পোশাকের সৌন্দর্য অনেকাংশে হ্রাস পায়। বিশেষ করে রপ্তানীযোগ্য পোশাকে সুতার প্রান্তভাগ বের হয়ে থাকলে তা ক্রেতার নিকট গ্রহণযোগ্যতা কমে যায়।

সেজন্য ফিনিশিং বিভাগে প্রেরণের পূর্বেই উক্ত অনাকাঙ্খিত সুতা কেটে ফেলতে হয়। আবার সুতার প্রান্তভাগকে এমনভাবে কাটতে হয়। যাতে তা পোশাক থেকে খুলে না যায়। থ্রেড কাটিং মেশিন বা কাঁচি দ্বারা উক্ত আলগা সুতাকে কেটে ফেলা হয়। অতএব ভাল মানের পোশাকের জন্য থ্রেড কাটিং অত্যাবশ্যকীয়। 
Next Post Previous Post