নিটিং হার বের করার নিয়ম?

নিটিং হার বের করার নিয়ম?

নিটিং এর হার (Rate of knitting) দিয়ে রিব ব্যান্ডের উপর প্রতি ইঞ্চিতে 'ব' এর সংখ্যা প্রকাশ করা হয়। কিন্তু প্লেইন সেট ছাড়া অপর যেকোন সেটের ক্ষেত্রে ঝাঁপের নম্বর প্রকাশের জন্য প্রতি সেটে ঝাঁপের সংখ্যা এবং প্রতি সেটের ইঞ্চিতে টানা সুতার সংখ্যা উল্লেখ করা হয়। 

নিটিং হার
নিটিং হার

ধরি, প্রতি ইঞ্চিতে ১৩২টি টানা সুতা রয়েছে। এখানে একটি ৬ ঝাঁপের সাটিন কাপড় বোনার জন্য প্রতি স্টেভে নিটিং এর হার হবে যেমন- 
১৩২ ÷ ৬ = ২২
Next Post Previous Post