আইসিবি কি | আইসিবি কিভাবে কাজ করে

আইসিবি এর পূর্ণরুপ কি?

ICB এর পূর্ণরুপ হল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (Investment Corporation of Bangladesh)।

আইসিবি কি?

১৯৭৬ সালে অক্টোবর মাসে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB) সরকারি উদ্যোগে তদানিন্তন Investment Corporation of Pakistan এর অনুকরণে ৪০নং অধ্যাদেশ বলে প্রতিষ্ঠিত হয়েছিল। ইহা একাধারে বিনিয়োগ ও মার্চেন্ট ব্যাংক। দেশের শিল্পায়নের গতিকে বেগবান, সুসংহত ও সিকিউরিটিজ মার্কেটকে সমৃদ্ধ করতে আইসিবি প্রতিষ্ঠা করা হয়। 

আইসিবি
আইসিবি

কোম্পানির মূলধন স্বল্পতা পূরণে আইসিবি সহায়তা প্রদান করে থাকে। এছাড়া সঞ্চয় ও বিনিয়োগ নীতিমালার আলোকে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে আইসিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইসিবি প্রতিটি ১০০ টাকা মূল্যের ২ মিলিয়ন শেয়ারে বিভক্ত।

ইহা মোট ২০০ মিলিয়ন টাকা অনুমোদিত ও পরিশোধিত মূলধন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটির ২০০৯ সালের ৩১ ডিসেম্বর অনুমোদিত ও পরিশোধিত মূলধন ১০০০ মিলিয়নে দাঁড়ায়। 

আইসিবি এর উদ্দেশ্য?

  • বিনিয়োগের ক্ষেত্রে সম্প্রসারণ।
  • পুঁজি বাজার উন্নয়নে সাহায্য প্রদান।
  • দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য পুঁজি বিনিয়োগের ভিক্তি ব্যাপকতর করার লক্ষ্যে বিনিয়োগ ক্ষেত্রে উৎসাহ প্রদান।
  • অভ্যন্তরীণ সঞ্চয় বৃদ্ধি ও সঞ্চয়কে অর্থকারী হিসাবে কাজে লাগানো ইত্যাদি।

আইসিবি কিভাবে কাজ করে?

প্রতিষ্ঠার পর হতেই আইসিবি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে কনসোর্টিয়ামের ভিক্তিকে পাবলিক লিমিটেড কোম্পানির প্রকল্পসমূহে অর্থনৈতিক সাহায্য প্রস্তাবের আলোকে প্রকল্পের যৌক্তিকতা যাচাই ও বিনিয়োগের বিভিন্ন দিক নির্ধারণের প্রেক্ষিতে শেয়ার আন্ডার রাইটিং অথবা ডিবেঞ্চার ক্রয়ের মাধ্যমে আর্থিক সহযোগী করে আসছে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন