ড্রাফটিং ও ডেনটিং করার পদ্ধতি?
ড্রাফটিং ও ডেনটিং করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়ে থাকে। যে ডিজাইনের ড্রাফটিং ও ডেনটিং করতে হবে। ইহার ড্রাফটিং ও ডেনটিং প্ল্যান করে নিতে হবে। যে কয়টি ঝাঁপের প্রয়োজন উক্ত সংখ্যক ঝাঁপ ক্লাম্প বিশিষ্ট স্ট্যান্ডে আনুভূমিকভাবে ঝুলিয়ে ক্লাম্পে স্থাপন করতে হবে।ড্রাফটিং |
আর খাড়া স্ট্যান্ডের পিছনে উইভার্স বীমকে রেখে ঝাঁপের উভয় পাশে একজন করে দুজন ড্রয়ার হুকের সাহায্যে বীমের টানা সুতাকে কাপড়ের ডিজাইন অনুযায়ী ঝাঁপের ব চক্ষু দিয়ে প্রবেশ করিয়ে ড্রাফটিং এর কাজ সম্পন্ন করা হয়।
ডেনটিং |
অতঃপর ঝাঁপ থেকে খানিকটা দূরে রীডকে আনুভূমিকভাবে উপর থেকে ঝুলিয়ে ডেনটিং প্লান অনুযায়ী ডেনটের ভেতর দিয়ে টানা সুতাকে ড্রয়িং হুকের সাহায্যে টেনে নিয়ে ডেনটিং কার্য সম্পন্ন করা হয়। এক্ষেত্রে দুটি ড্রয়ারের প্রয়োজন হয়।