রোটারি স্ক্রিন প্রিন্টিং ও কপার রোলার প্রিন্টিং এর পার্থক্য?

রোটারি স্ক্রিন প্রিন্টিং

রোটারি স্ক্রিন প্রিন্টিং কি?

যে প্রিন্টিং দিয়ে সব ধরনের ডিজাইন সহজে করা যায় এবং প্রিন্টিং এর মধ্যে কোন ধরনের জয়েন্ট মার্ক থাকে না তাকে রোটারি স্ক্রিন প্রিন্টিং বলে।

রোটারি স্ক্রিন প্রিন্টিং ও কপার রোলার প্রিন্টিং এর পার্থক্য?

রোটারি স্ক্রিন প্রিন্টিংঃ

  • এধরনের প্রিন্টিং এ সূক্ষ্ম লাইনের উপর ডিজাইন করা হয় না।
  • এধরনের প্রিন্টিং এ সাধারণত ৬৪ সেন্টিমিটার পর্যন্ত বড় রিপিটের ডিজাইন প্রিন্টিং করা যায়।
  • সর্বোচ্চ ২৪টি কালারের প্রিন্ট করা যায়।
  • সাধারণত এ প্রিন্টিং খুবই সুন্দর হয়। এবং কাপড়ে কোন ধরনের দাগ পড়ে না।
  • ওভেন এবং নিট কাপড় প্রিন্ট করা যায়।
  • প্রিন্টিং শেড খুবই ভাল হয়। এজন্য বেশি একটা তারতম্য দেখা যায় না।
  • রোটারি স্ক্রিন প্রিন্টিং খুবই জনপ্রিয় এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
  • এধরনের প্রিন্টিং এ ডিজাইনের পরিবর্তন খুব দ্রুত করা যায়।
  • এ প্রিন্টিং দীর্ঘ সময় ধরে উৎপাদনের জন্য উপযোগী।
  •  এ প্রিন্টিং এর মূল উপাদান হল রোটারি স্ক্রিন।

আরও জানুনঃ


কপার রোলার প্রিন্টিং
কপার রোলার প্রিন্টিং

কপার রোলার প্রিন্টিং কি?

যে সকল প্রিন্টিং এ খুবই সুন্দরভাবে সূক্ষ্ম লাইনের ডিজাইন তৈরি করা হয় এবং ৪১ সেন্টিমিটার পর্যন্ত রিপিটের ডিজাইন প্রিন্টিং করা যায় তাকে কপার রোলার প্রিন্টিং বলে।

কপার রোলার প্রিন্টিংঃ

  • এধরনের প্রিন্টিং এ খুবই সুন্দরভাবে সূক্ষ্ম লাইনের ডিজাইন করা যায়।
  • এধরনের প্রিন্টিং এ সাধারণত ৪১ সেন্টিমিটার পর্যন্ত রিপিটের ডিজাইন প্রিন্টিং করা যায়।
  • সর্বোচ্চ ১৬টি কালার পর্যন্ত প্রিন্ট করা যায়।
  • সাধারণত কপার রোলার প্রিন্টিং এ দাগ পড়ে।
  • ওভেন এবং ট্রাককট প্রিন্ট করা যায়।
  • কপার রোলার প্রিন্টিং এর জনপ্রিয়তা তেমন বেশি নেই।
  • তাই এধরণের প্রিন্টিং এর ব্যবহার সীমিত।
  • এধরনের প্রিন্টিং এ ডিজাইন পরিবর্তনের সময় লাগে।
  • অল্প পরিমাণ উৎপাদনের জন্য তেমন লাভজনক নয়।
  • কপার রোলার প্রিন্টিং এর মূল উপকরণ হল খোদাইকৃত রোলার।
Next Post Previous Post