অর্ডার নিশ্চিত করণের পূর্ব পরিকল্পনা?

অর্ডার নিশ্চিত করণের পূর্ব পরিকল্পনা
অর্ডার নিশ্চিত করণের পূর্ব পরিকল্পনা

কোন একটি অর্ডার নিশ্চিত করণের পূর্বে বেশ কিছু বিষয়ের দিকে নজর রাখা প্রয়োজন। অর্ডার নিশ্চিত করণের আগে ঐ অর্ডারটিকে যথাযথ ভালভাবে বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। যা একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার করে থাকে যেমনঃ
  • মেজারম্যান্ট চার্ট
  • ট্রিমিংস ও অ্যাক্সেসরিজের পরিমাণ
  • কাপড়ের পরিমাণ
  • খরচ নির্ধারণ
  • রং
  • সাইজ অনুপাত
  • কোয়ালিটি
  • উৎপাদন এবং ডেলিভারি

মেজারম্যান্ট চার্টঃ

একটি গার্মেন্টস বিশ্লেষনের সর্ব প্রথম ধাপ হল বায়ারের দেওয়া মেজারম্যান্ট চার্টকে দেখা। এবং সে অনুযায়ী উৎপাদন পরিকল্পনা নির্ধারণ করা।

ট্রিমিংস ও অ্যাক্সেসরিজের পরিমাণঃ

গার্মেন্টস অর্ডার নিশ্চিতকরণের পূর্বে একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার ট্রিমিংস এবং অ্যাক্সেসরিজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা প্রয়োজন। কেননন এর উপর ঐ অর্ডারের লাভ বা ক্ষতি অনেকাংশ নির্ভর করে থাকে।

কাপড়ের পরিমাণঃ

কোন একটি অর্ডারের শতকরা ৬০%-৬৫% লাভ নির্ভর করে কাপড়ের খরচের উপর। তাই লাভ করার জন্য যথাযথ ভাবে ফেব্রিক্স খরচ করার কোন বিকল্প নেই। ফেব্রিক্স খরচ মূলত ডজন হারে হিসেব করা হয়।

আরও জানুনঃ

খরচ নির্ধারণঃ

ফেব্রিক্স খরচ করার পর একজন মার্চেনডাইজারের কাজ হল পণ্য উৎপাদনের জন্য মোট খরচ নির্ধারণ করা। আর একটি পণ্যের মোট খরচের সাথে ফেব্রিক্স খরচ, ট্রিমিংস ও অ্যক্সেসরিজ খরচ, ওয়াশিং খরচ, ডাইং খরচ, এমব্রয়ডারি খরচ, প্রিন্টিং সহ অন্যান্য খরচ জড়িত।

রংঃ

বায়ার তার চাহিদা অনুযায়ী রং নির্ধারণ করে দেয়ার পর তার থেকে কালার কোড বা পেন্টন নং নেয়া। এবং সে অনুযায়ী ল্যাব ডিপে তার পরিক্ষা করে বায়ারের কাছ থেকে অনুমোদন নেয়া। পূর্ব সতর্কতার জন্য ল্যাব ডিপ করা খুব জরুরি।

সাইজ অনুপাতঃ

সাইজ অনুপাতে নজর দেয়া গার্মেন্টস বিশ্লেষনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সাইজ গুলো সাধারণত বায়ারের পক্ষ থেকে দেয়া হয়। এবং সেই সাইজ যেমনঃ S, M, L, XL, XXL) অনুপাতে গার্মেন্টস উৎপাদনের পরিকল্পনা করতে হয়।

কোয়ালিটিঃ

বতর্মান সময়ে বস্ত্র শিল্পে কোয়ালিটি খুব একটি গুরুত্ব বহন করে। উৎপাদনের কোয়ালিটি হল একটি শিল্পের মানদন্ড। পণ্য উৎপাদনের ক্ষেত্রে বায়ারের চাহিদা মতো কোয়ালিটি কন্ট্রোল করা খুব জরুরি। 

তাই পণ্যের কোয়ালিটির সাথে সরাসরি জড়িত বিষয় গুলো যেমনঃ ফেব্রিক্স স্ট্রেন্থ, সিম স্ট্রেন্থ, ফেব্রিক্স ডিফেক্ট, গার্মেন্টস ডিফেক্ট ইত্যাদির প্রতি নজর রাখা অতন্ত জরুরি।

উৎপাদন ও ডেলিভারিঃ

পণ্য উৎপাদন ও ডেলিভারির সময় নির্ধারণ করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মার্চেনডাইজার ফ্যাক্টরি ও বায়ারের সাথে আলাপ ও আলোচনার মাধ্যমে পণ্য উৎপাদন এবং ডেলিভারির একটি পরিপূর্ণ পরিকল্পনা নির্ধারণ করে থাকে।
Next Post Previous Post