পায়রা খোপ নথিকরণ কি?
এটি নথিকরণের একটি সনাতন পদ্ধতি। এ পদ্ধতিতে একটি আলমারি ব্যবহার করা হয়। ইংরেজি বর্ণমালা অনুসারে উক্ত আলমারিতে ২৬টি খোপ থাকে। খোপগুলোর বহির্ভাগে A, B, C, D ইত্যাদি অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়।পায়রা খোপ নথিকরণ |
সংশ্লিষ্ট বিষয় বা প্রতিষ্ঠানের বা ব্যক্তির নামের প্রথম অক্ষর অনুযায়ী কাগজপত্রগুলো নির্দিষ্ট খোপে সংরক্ষণ করা হয়। খোপগুলো দেখতে কবুতরের খোপের মত বলে নথিকরণের এ পদ্ধতিকে পায়রা খোপ নথিকরণ বলে।