মার্চেন্ডাইজার এর পূর্ণরূপ?

মার্চেন্ডাইজার শব্দটি লিখতে ১২ টি আলফাবেটের প্রয়োজন। এই ১২ টি আলফাবেটের মধ্যেই লুকিয়ে আছে একজন মার্চেন্ডাইজারের কি কি কাজ করা প্রয়োজন। 

মার্চেন্ডাইজার
মার্চেন্ডাইজার

আপনি যদি একজন সফল মার্চেন্ডাইজার হতে চান তবে আপনাকে এই ১২টি কাজ সঠিকভাবে করতে হবে। একজন সফল অ্যাপারেল মার্চেন্ডাইজার হতে হলে আপনাকে এই ১২ টি গুণের অধিকারী হতে হবে।

মার্চেন্ডাইজার এর পূর্ণরূপ?

Merchandiser শব্দটি ভাঙ্গলে পাওয়া যায়ঃ
  •  M
  •  E
  •  R
  •  C
  •  H
  •  A
  •  N
  •  D
  •  I
  • S
  • E
  • R

M=

You should have a good Management Capacity অর্থাৎ ভাল পরিচালন ক্ষমতা থাকা উচিত।

E = 

You should have effective in both English Correspondence and Spoken.অর্থাৎ ইংরেজি চিঠি পত্র এবং ইংলিশ বলার ওপর দক্ষতা থাকতে হবে।

R = 

Regular office attendance. অর্থাৎ অফিসে নিয়মিত উপস্থিত থাকতে হবে।

আরও জানুনঃ

C = 

Confident in taking any decision making. অর্থাৎ যেকোন সিদ্ধান্ত গ্রহণের আগে আত্মবিশ্বাসী হতে হবে।

H = 

Must lead an Honest life. অর্থাৎ সৎ জীবন যাপন করতে হবে।

A = 

Always should show a positive attitude to resolve any kind of problem.অর্থাৎ যে কোনও সমস্যা সমাধানের জন্য সর্বদা ইতিবাচক মনোভাব দেখানো উচিত।

N = 

Nicely Behaved and never does any argue with buyer and senior. অর্থাৎ সুন্দরভাবে আচরণ করতে হবে এবং কখনোই বিতর্ক করা যাবেনা বায়ারের সাথে এবং সিনিয়রদের সাথে।

D = 

Should be Devoted to service. অর্থাৎ সেবা নিবেদিত করা উচিত।

I = 

Should have a good IQ. অর্থাৎ ভাল আইকিউ থাকা উচিত।

S = 

Sincere in Work. অর্থাৎ আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

E = 

Enthusiastic in Nature and Excellent in dealing. অর্থাৎ প্রকৃত উদ্যমী হতে হবে এবং ভালোভাবে ডিল করতে হবে।

R = 

Regular in correspondence and rational in behavior. অর্থাৎ নিয়মিত সম্পর্ক এবং ব্যবহার যুক্তিযুক্ত হওয়া দরকার।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন