কর্কস্ক্রু টুইস্ট কি?
প্লাই সুতার লোড সাধারণত ঝুলানো অবস্থায় থাকে। যদি একটি সিঙ্গেল সুতা সোজা থাকে আর অন্য সিঙ্গেল সুতাগুলো সোজাটির সাথে পাক বা টুইস্ট খেয়ে থাকে তাহলে একে কর্কস্ক্রু টুইস্ট বলা হয়।আরও জানুনঃ
সাধারণভাবে এই ধরনের কর্কস্ক্রু টুইস্ট অনাকাঙ্ক্ষিত। কিন্তু কখনো কখনো বিশেষ প্রয়োজনে স্পেশাল কোন সুতা উৎপাদনের ক্ষেত্রে বিশেষভাবে এই কর্কস্ক্রু টুইস্ট দেওয়া হয়। সুতার এই ইফেক্ট হওয়ার অনেক কারণ থাকে। যদি একটি সুতা অপর সুতার চেয়ে অধিক টেনশনে থাকে। তবে টেনশনে থাকা সুতাটি সোজা থাকার প্রবণতা থাকে।
টুইস্ট ইফেক্ট |
তাছাড়া যে সুতাটা একটু কম টেনশনে থাকে। অপর সুতাগুলো তার সাথে কর্কস্ক্রু টুইস্ট দেয়। আর যদি টুইস্টিং মেশিন দিয়ে কর্কস্ক্রু টুইস্ট দিতে হয়। তাহলে প্লাই সুতা তৈরি করার সময় একটি সুতা সোজা ফিট করা হয়। এবং অন্যটি কৌণিক ভাবে অর্থাৎ নির্দিষ্ট কোণে ফিট করা হয়। যার ফলে কর্কস্ক্রু টুইস্ট হয়। কিন্তু ৫ প্লাই সুতায় কর্কস্ক্রু টুইস্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।