টেক্সটাইল টেস্টিং কি | টেক্সটাইল টেস্টিং কত প্রকার

টেক্সটাইল টেস্টিং কি?

যে প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্যসামগ্রী যেমনঃ ফাইবার, সুতা, কাপড় ইত্যাদির বিভিন্ন ধর্ম সম্পর্কে পর্যবেক্ষণ তথা পরীক্ষা করা হয় তাকে টেক্সটাইল টেস্টিং বলে।

টেক্সটাইল টেস্টিং কত প্রকার?

টেক্সটাইল টেস্টিং তিন প্রকারঃ
  • ফাইবার টেস্ট (Fiber Test)
  • ইয়ার্ন টেস্ট (Yarn Test)
  • ফেব্রিক টেস্ট (Fabric Test)

ফাইবার টেস্টিং
ফাইবার টেস্টিং

ফাইবার টেস্ট (Fiber Test) কি?

ফাইবার হল মূলত কাঁচামাল। আর টেক্সটাইল টেস্টিং এর ক্ষেত্রে ফাইবার টেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হল ফাইবার যদি ভাল হয়। তাহলে ইয়ার্নও ভাল হবে। ফাইবার টেস্টে মধ্যে ফাইবারের শক্তি, সূক্ষ্মতা, পরিপক্কতা, গ্রিডিং, প্রসারতা ইত্যাদি টেস্ট করা হয়।

ফেব্রিক টেস্টিং
ফেব্রিক টেস্টিং

ইয়ার্ন টেস্ট (Yarn Test) কি?

ভাল ফেব্রিক তৈরি করার জন্য ইয়ার্নের গুরুত্ব বলে শেষ করা যায় না। তাই ইয়ার্ন টেষ্ট করাও খুবই গুরুত্বপূর্ণ। 

আরও জানুনঃ


ইয়ার্ন টেস্টে ইয়ার্ন এর কাউন্ট, শক্তি, প্রতি ইউনিটে দৈর্ঘ্য মোচড় ইত্যাদি টেস্ট করা হয়।

ফেব্রিক
ফেব্রিক

ফেব্রিক টেস্ট (Fabric Test) কি?

ফেব্রিক যদি ভাল মানের হয় তাহলে অবশ্যই পোশাক ভাল মানের হবে। আর তাই ফেব্রিক টেস্ট করা অত্যাবশ্যক। ফেব্রিক টেস্টের ক্ষেত্রে তাপ ক্ষমতা, ঘর্ষণ ক্ষমতা, সংকোচন, ক্রিজ, পিলিং, ফেব্রিকের শক্তি, দৈর্ঘ্য প্রস্থ, ব্যবহৃত ইয়ার্নের সংখ্যা গণনা ইত্যাদি টেস্ট করা হয়।
Next Post Previous Post