নগদান বই?
নগদ লেনদেনসমূহ লিপিবদ্ধ করার জন্য হিসাবের যে প্রাথমিক বই ব্যবহার করা হয় তাকে নগদান বই বলে।।
|
নগদান বই কত প্রকার |
নগদান বই কত প্রকার?
নগদান বই প্রধানত চার প্রকারঃ
- একঘরা নগদান বই
- দুইঘরা নগদান বই
- তিনঘরা নগদান বই
- খুচরা নগদান বই
বর্তমানে প্রতিষ্ঠানের সর্বাধিক চাহিদা পূরণের বিষয়কে বিবেচনা করে
দুই ধরনের নগদান বই সর্বাধিক প্রচলিত আছেঃ- নগদ প্রাপ্তি জাবেদা
- নগদ প্রদান জাবেদা
|
একঘরা নগদান বই |
একঘরা নগদান বই কি?
যে নগদান বইতে ডেবিট ও ক্রেডিট দিকে একটি মাত্র টাকার অংকের ঘর থাকে তাকে এক ঘরা নগদান বই বলে। সাধারণত ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানে এধরনের বই রেখে থাকে। একঘরা নগদান বইয়ের ঘর সংখ্যা হল ১০টি।
|
দুইঘরা নগদান বই
|
দুইঘরা নগদান বই কি?
যে নগদান বইতে ডেবিট ও ক্রেডিট দিকে টাকার ঘর দুটি থাকে তাকে দুঘরা নগদান বই বলে। এ বইতে একটি নগদ ঘর ও একটি ব্যাংকের ঘর থাকে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো নগদ টাকার লেনদেন ও ব্যাংকের মাধ্যমে লেনদেনের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। এক্ষেত্রে দুঘরা নগদান বই বিশেষ উপযোগী হয়। দুইঘরা নগদান বইয়ের ঘর সংখ্যা হল ১২টি। |
তিন ঘরা নগদান বই |
তিনঘরা নগদান বই কি?
যে নগদান বইতে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে তিনটি করে ঘর থাকে তাকে তিনঘরা নগদান বই বলে। এ নগদান বইতে দুঘরা নগদান বইয়ের মত নগদান ও ব্যাংক ঘর থাকে। অতিরিক্ত ঘর হিসাবে বাট্রার ঘর তিন ঘরা নগদান বইতে থাকে। তিনঘরা নগদান বইয়ের ঘর সংখ্যা হল ১৪টি।
খুচরা নগদান বই কি?
খুচরা লেনদেনসমূহ যথাযথভাবে সম্পাদনের জন্য খুচরা ক্যাশিয়ারের হাতে একটি নির্দিষ্ট সময়ের জন্য এককালীন কিছু টাকা দেওয়া হয়। আর এ টাকাকে খুচরা তহবিল বলা হয়। |
নগদান প্রাপ্তি বই |
নগদ প্রাপ্তি জাবেদা কি?
যে সকল লেনদেনের ফলে ব্যবসায়ের আর্থিক প্রাপ্তি ঘটে তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে। নগদ প্রাপ্তি জাবেদার ঘর সংখ্যা ৮টি। |
নগদ প্রদান জাবেদা |
নগদ প্রদান জাবেদা কি?
যে সকল লেনদেনের ফলে ব্যবসায়ের আর্থিক প্রদান ঘটবে তাকে নগদ প্রদান জাবেদা বলে। নগদ প্রদান জাবেদার ঘর সংখ্যা ৯টি।