টেপ কি | টেপ এর বৈশিষ্ট্য
টেপ কি?
টেপ হচ্ছে এক ধরনের কাপড়। যা তাঁতে বুনন করা হয়ে থাকে। টেপ দেখতে অনেকটা রিবনের মতো হয়ে থাকে। টেপ কৃত্রিম ও প্রাকৃতিক দুই ধরনের আঁশ দ্বারাই তৈরি হয়।টেপের মূল উদ্দেশ্য হচ্ছে পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করা। কিন্তু কখনো কখনো পরিমাপ ফিতা হিসেবেও ব্যবহার করা হয়। টেপ পোশাকের মধ্যে সেলাই করে লাগানো হয়।
টেপ |
টেপ এর বৈশিষ্ট্য?
- টেপ হল এক প্রকার সরু বা কম প্রস্থ বিশিষ্ট কাপড়।
- ভারী জিনিসপত্র বহনের জন্য এটি ব্যবহার করা হয় না।
- কটন ফাইবার দ্বারা তৈরি টেপসমূহ সাধারণত ৫৪ মি.মি. চওড়া হয়। তাছাড়া প্রতি ১০০ মিটার টেপ (যার প্রস্থ ২৫ মি.মি.) হয় এবং ওজন ২০ গ্রাম এর বেশি হয় না।
- টেপ হচ্ছে বুননকৃত কাপড়।
- টেপ পোশাকে ব্যবহৃত হয়। যাতে করে পোশাক ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
- অধিকাংশ টেপ সাধারণ বুননের হয়।