স্কাওয়ারিং প্রসেস এর মূল লক্ষ্য কি?
টেক্সটাইল দ্রব্য থেকে প্রাকৃতিক অপদ্রব্য দূর করা।
স্কাওয়ারিং এর প্রধান কেমিক্যাল কি?
সোডিয়াম হাইড্রোক্সাইড।
উল কি দ্বারা কার্বনাইজেশন করা হয়?
হাইড্রোক্লোরিক এসিড বা সালফিউরিক এসিড দ্বারা কার্বনাইজেশন করা হয়।
জে বক্স বলতে কি?
জে বক্স হল ইংরেজি (J) অক্ষরের মতো পাত্র বিশেষ।জে বক্স কয় ধরনের ও কি কি?
জে বক্স দুই ধরনেরঃ
জে বক্সের প্রতিদিন গড় উৎপাদন কত?
প্রায় ৪০ টন।
|
স্কাওয়ারিং মেশিন
|
কিয়ার কি?
কিয়ার হচ্ছে একটি পাত্র।
সাধারণত কিয়ার পাত্রের ধারণ ক্ষমতা কত?
কিয়ার পাত্রের ধারণক্ষমতা ৩ টন।
খোলা কিয়ারে সাধারণত কত ডিগ্রি তাপমাত্রায় স্কাওয়ারিং করা হয়?
১০০°C তাপমাত্রা।
বন্ধ কিয়ারে কত ডিগ্রী তাপমাত্রায় স্কাওয়ারিং করা হয়?
১২৫°C তাপমাত্রা।
আরও জানুনঃ
সিল্ক ডিগামিং করার উদ্দেশ্য কি?
সিল্কের সেরিছিন ও অন্যান্য অপদ্রব্য দূর করার জন্য ডিগামিং করা হয়।
সিল্ক ডিগামিং এ কয় ভাগ সাবান ও কত সময়ের প্রয়োজন হয়?
০.৫০% থেকে ০.৭৫% সাবান এবং ৩০ মিনিট হতে ২ ঘন্টা সময়ের প্রয়োজন হয়।
সুপল সিল্ক কি?
সিল্ক থেকে ৬% থেকে ১৫% সেরিছিন দূর করে যে সিল্ক পাওয়া যায় তাকে সুপল সিল্ক বলে।
ইক্রু সিল্ক কি?
সিল্ক থেকে মাত্র ২.৫% থেকে ৪% সেরিছিন দূর করলে অর্থাৎ মাইল্ড স্কাওয়ারিং করলে ইক্রু সিল্ক পাওয়া যায়।
ভ্যাপার লক কিসের পদ্ধতি?
ভ্যাপার লক একটি আধুনিক স্কাওয়ারিং পদ্ধতি।
ভ্যাপার লক পদ্ধতিতে স্কাওয়ারিং করতে কত সময়ের প্রয়োজন হয়?
দেড় থেকে দুই ঘন্টা।
ভ্যাপার লক পদ্ধতিতে কত ডিগ্রী তাপমাত্রায় স্কাওয়ারিং করা হয়?
১৩৪° C তাপমাত্রা স্কাওয়ারিং করা হয়।
ভ্যাপার লক পদ্ধতিতে স্কাওয়ারিং সম্পন্ন হতে কত সময় লাগে?
৯০ সেকেন্ড থেকে ১২০ সেকেন্ড প্রয়োজন হয়।
ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড দ্রবণ কে কি বলা হয়?
মিল্ক অব লাইম বলে।জে-বক্সে স্কাওয়ারিং প্রসেসকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
জে বক্স স্কাওয়ারিং প্রসেসকে ৪টি ভাগে ভাগ করা যায়ঃ
- প্রি হিটার
- ধৌতকরণ
- জে বক্স
- সম্পৃক্তকারী ইত্যাদি।
ভার্টিক্যাল কিয়ারকে কয় ভাগে করা যায় ও কি কি?
- খোলা কিয়ার
- প্রেসার বা ঢ়াকনা বন্ধ কিয়ার
লুডিগল কি?
মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট।
কিয়ার বলার প্রসেস এর অপর নাম কি?
ব্যাচ প্রসেস।
মৃদু অ্যালকালি কিসের জন্য প্রয়োজন হয়?
মৃদু অ্যালকালি সাধারণত জুট ফাইবার স্কাওয়ারিং এর জন্য প্রয়োজন হয়।
উল সুতার স্কাওয়ারিং এর মেশিনের নাম লিখ?
টেপ স্কাওয়ারিং মেশিন ও ব্রাটিক স্কাওয়ারিং মেশিন।
উল ফাইবার স্কাওয়ারিং মেশিনের নাম কি?
জেট স্কাওয়ারিং মেশিন।
উল ফেব্রিক স্কাওয়ারিং মেশিনের নাম কি?
হোয়াইটলি স্কাওয়ারিং মেশিন।
পশম স্কাওয়ারিং করার জন্য (PH) পিএইচ কত প্রয়োজন হয়?
পশম স্কাওয়ারিং করার জন্য PH= ৯ প্রয়োজন হয়।উল ফাইবার স্কাওয়ারিং এর কয়েকটি মেশিনের নাম লিখ?
- হ্যারো মেশিন
- সুইং রাক মেশিন
- জেট স্কাওয়ারিং মেশিন ইত্যাদি।
উল কি দ্বারা স্কাওয়ারিং করা হয়?
মাইল্ড অ্যালকালি যেমনঃ সোডিয়াম কার্বনেট।