স্লিটিং মেশিন কি | স্লিটিং মেশিনের কাজ | স্লিটিং মেশিন ব্যবহারে সর্তকতা

স্লিটিং মেশিন কি?

সাধারণত নিট ফেব্রিকগুলো টিউব ফর্মে ডাইং করা হয়। টিউব ফর্মে থাকা ফেব্রিকে ওপেন ফর্মে আনার জন্য স্লিটিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এই মেশিনে একটি নাইফ থাকে। যা ফেব্রিকের নিডেল মার্ক বরাবর ধারাবাহিকভাবে কাটতে থাকে।

স্লিটিং মেশিন
স্লিটিং মেশিন

স্লিটিং মেশিনের উদ্দেশ্য?

  • টিউব ফর্মে থাকা ফেব্রিকটিকে ওপেন ফর্মে আনতে সহায়তা কর।
  • পরবর্তী প্রক্রিয়া স্টেনটারিং এর জন্য ফেব্রিক প্রস্তুত করা।

স্লিটিং মেশিনের কাজ?

  • এ মেশিনে টিউব আকারের ফেব্রিককে ওপেন করা হয়।
  • ফেব্রিক থেকে ক্রিজ বা ভাঁজ দূর করে।
  • এই মেশিনে কেমিক্যালের প্রয়োজন হয় না।
  • ফেব্রিককে স্টেনটারিং এর জন্য প্রস্তুত করা হয়।
  • ডাইং করার পরে অতিরিক্ত পানি অপসারণ করতে এ মেশিন ব্যবহার করা হয়।

আরও জানুনঃ 


স্লিটিং মেশিন ব্যবহারে সর্তকতা?

  • মেশিনে কাপড় চালানোর সময় প্রেডার প্রেসার শূন্যতে রাখতে হবে।
  • চলা অবস্থায় কোন ভাবেই কাটিং ডিভাইস প্রেডারে হাত দেওয়া যাবে না।
  • যেকোন ধরনের দুর্ঘটনা ঘটবে বলে মনে হলে অথবা যদি কোন দুর্ঘটনা ঘটে যায়। তাহলে সাথে সাথে মেশিনের সুইচ বন্ধ করে দিতে হবে।
Next Post Previous Post