রোটারি স্ক্রিন প্রিন্টিং | Rotary Screen Printing

রোটারি স্ক্রীন প্রিন্টিং পদ্ধতি হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস। রোটারি স্ক্রিন প্রিন্টিং হল এক ধরনের আন্তবিহিন ধাতব স্ক্রিন। যার ভিতরে ফাঁপা ও ছিদ্র যুক্ত থাকে। এই মেশিনের মধ্যে সর্বোচ্চ ১৮টি কালার পর্যন্ত কাপড় প্রিন্ট করা যায়। 

রোটারি স্ক্রিন প্রিন্টিং
রোটারি স্ক্রিন প্রিন্টিং

এ মেশিনে প্রতিটি স্ক্রীন আলাদাভাবে পরিচালনা করা যায়। এবং এই পদ্ধতিতে প্রিন্টিং পেস্টের মাত্রা অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ করা যায়।


 তাই বর্তমানে এই পদ্ধতির প্রিন্টিং মেশিন প্রায় সব বড় বড় টেক্সটাইল কোম্পানিতে দেখা যায়। এটি খুব জনপ্রিয়  একটি পদ্ধতি।
Next Post Previous Post