রোটারি স্ক্রিন প্রিন্টিং কি | রোটারি স্ক্রিন প্রিন্টিং এর সুবিধা ও অসুবিধা

রোটারি স্ক্রিন প্রিন্টিং কি?

যে প্রিন্টিং দিয়ে সব ধরনের ডিজাইন সহজে করা যায় এবং প্রিন্টিং এর মধ্যে কোন জয়েন্ট মার্ক থাকে না তাকে রোটারি স্ক্রিন প্রিন্টিং বলে।

রোটারি স্ক্রিন প্রিন্টিং
রোটারি স্ক্রিন প্রিন্টিং

রোটারি স্ক্রিন প্রিন্টিং এর সুবিধা?

  • রোটারি স্ক্রিন প্রিন্টিং দিয়ে সব ধরনের ডিজাইন সহজে করা যায়। 
  • টেক্সটাইল সেক্টরের ডিজাইন করার জন্য এই মেশিনকে আদর্শ প্রিন্টিং মেশিন মানা হয়।
  • এ মেশিনে প্রিন্টিং এর মধ্যে কোন জয়েন্ট মার্ক থাকে না।
  • ফ্লাট বেড প্রিন্টিং এর তুলনায় এ মেশিনের উৎপাদন অনেক বেশি হয়।
  • এ মেশিনে স্ট্রাইপ ডিজাইন করা যায় টানার দিকে।
  • এ মেশিন সাধারণত উইভ ও নিট কাপড়ের জন্য উপযোগী।
  • সর্বোচ্চ ২৪টি কালার দ্বারা প্রিন্টিং করা যায়।
  • এ মেশিনে প্রিন্টিং খুব সহজেই শুকিয়ে যায়।
  • এ মেশিনের প্রিন্টিং খুবই চমৎকার এবং পরিচ্ছন্ন হয়।

আরও জানুনঃ


রোটারি স্ক্রিন প্রিন্টিং এর অসুবিধা?

  • এ মেশিন অল্প পরিমাণ কাপড় প্রিন্টিং এর জন্য উপযোগী নয়।
  • ডিজাইনের রিপিটের আকার ৬৫ সেন্টিমিটারের বেশি করা যায় না।
  • এ মেশিনে ছোট ডিজাইন করতে খুবই সমস্যা হয়।
  • স্ক্রিনের মূল্য অধিক হওয়ার কারণে এ মেশিনের প্রিন্টিং খরচ বেশি হয়।
Next Post Previous Post