ফেব্রিক মার্কেটিং টিপস | পোশাক বিক্রেতাদের কিছু কমন মার্কেটিং টিপস

পোশাকের দোকানে গিয়ে বিক্রয়কর্মীর মিষ্টি ব্যবহার আর কথায় আমরা অনেকেই মুগ্ধ হয়ে যাই। আবার সেখানে এমন কিছু বিষয় থাকে। যা আপনাকে পোশাক কিনতে অনেক আকৃষ্ট করে থাকে। অথচ আপনি জানে না যে এসব কিছুর আড়ালে রয়েছে আসলে কিছু কৌশল। যা অনেক ক্ষেত্রেই সত্য গোপন করে রাখে। 

ফেব্রিক মার্কেটিং টিপস
ফেব্রিক মার্কেটিং টিপস

আর এ সকল কৌশলই ব্যবসায়িক উদ্দেশ্যে করা হয়। কিন্তু একজন ক্রেতা হিসেবে আপনি যদি তাদের কৌশলগুলো জানেন তাহলে কখনো অযথা ঠকে যাওয়ার ভয় আর থাকবে না। চলুন জেনে নেওয়া যাক পোশাক বিক্রেতাদের কিছু কমন মার্কেটিং টিপসঃ
  • ডিসকাউন্ট’ এর নামে বোকা বানানো।
  • বিখ্যাত ডিজাইনারের তৈরি পোশাক মানেই ‘মানসম্মত’ নয়।
  • একেক ব্রান্ডের পোশাকের মাপ একেক রকম।
  • উদ্দেশ্যমূলকভাবে পোশাকের এলোমেলো প্রদর্শনী।
  • রং উজ্জ্বল করতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের ব্যবহার।
  • ফ্যাশনে নিত্য নতুন পরিবর্তন।
  • সিনথেটিক ও সুতি কাপড়ের মূল্য একই।
  • একই ডিজাইন, কিন্তু ‘মানে’ পার্থক্য।
  • চকচক করলেই সোনা হয় না।
  • যা পছন্দ করছেন সেটিই সেরা।

ডিসকাউন্ট এর নামে বোকা বানানো কি?

ওয়াও ৮০% পর্যন্ত ডিসকাউন্ট! এখনই পণ্যটি কিনতে হবে। এমনটিই আপনি হয়তো ভাবছেন? একটু থামুন! আমরা অনেক সময় ‘ডিসকাউন্টের’ ধাঁধাঁয় পরে যাই। আমাদের মনে হয় যে কম টাকায় অনেক কিছু কেনা যাবে। আসল বিষয় হল ডিসকাউন্ট দেওয়ার আগেই পোশাকগুলোর দাম অনেক বেশি বাড়ানো হয়।

আরও জানুনঃ 


আবার হাতে গোনা দুই একটি পোশাক ৮০% পর্যন্ত ডিসকাউন্টে পণ্য বিক্রি করে। বাকিগুলো ১০% বা তার কাছাকাছি বিক্রি করে থাকে। তাই পোশাক কিনে জিতেছেন কি না সেই অংকটা নিজেই একটু মিলিয়ে নিবেন।

রং উজ্জ্বল করতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের ব্যবহার কি?

১০০% লেবেল স্পেসিফিকেশন দেখে কি ভাবছেন পোশাকগুলো আপনার স্বাস্থ্যের জন্য শতভাগ নিরাপদ হবে। ঠিক না জনাব, সবসময় কথাটি সত্য নয়। অধিকাংশ ক্ষেত্রে পোশাকের রং উজ্জ্বল ও আকর্ষণীয় করতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। যা পরবর্তীতে ত্বকের জন্য ক্ষতিকর হয়ে থাকে। 

এছাড়াও দোকানের কোন পোশাকে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে তা সাধারণ মানুষের পক্ষে আসলেই বোঝা অনেক কঠিন। ল্যাবরেটরিতে পরীক্ষা করা না হলে ধরতে পারা সহজ হয় না। এজন্য নতুন কাপড় সবসময় ধুয়ে পরতে হবে। তাতে কিছুটা হলেও ত্বকের ক্ষতি এড়ানো সম্ভব।

বিখ্যাত ডিজাইনারের তৈরি পোশাক মানেই ‘মানসম্মত’ নয় কি?

অনেক সময় নামি দামি ফ্যাশন হাউজগুলো বিখ্যাত ডিজাইনারদের নামে বিভিন্ন ধরনের পোশাক বের করে থাকে। এগুলোর মূল্য সাধারণ পোশাকের চেয়ে কয়েক গুণ বেশি হয়। 

এদের উদ্দেশ্য হল ক্রেতাদের কাছ থেকে আরও বেশি পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া। যদিও ফ্যাশন হাউজগুলোর খুব অল্প কিছু পরিমাণ পোশাকই কেবল নামকরা ডিজাইনাররা তৈরি করেন। তবে সবগুলো নয়।

একেক ব্রান্ডের পোশাকের মাপ একেক রকম কি?

ব্রান্ডের ধরণভেদে পোশাকের সাইজেরও তারতম্য হয়ে থাকে। আপনি যে সাইজের পোশাকটি খুঁজছেন সেটি হয়তো অন্য ব্রান্ডের ক্ষেত্রে আলাদা হতে পারে। কিন্তু একথায় বিক্রেতা আপনাকে নাও জানাতে পারে। যার ফলে সঠিক সাইজের কাপড় নির্বাচনে আপনাকে একটু মুশকিলের মধ্যে পরতে হয়।

উদ্দেশ্যমূলকভাবে পোশাকের এলোমেলো প্রদর্শনী কি?

পোশাক কিনতে গিয়ে সাধারণ একটি ভুল আমরা অনেকেই করে থাকি। অনেক সময় দেখা যায় দোকানে কিছু কাপড় অগোছালো ও গাদাগাদি করে রাখা থাকে। সেগুলো দেখে ভাবেন যে তুলনামূলক সস্তায় বুঝি কাপড়গুলো পাওয়া যাবে। 

সেক্ষেত্রে অবশ্যই মনে রাখা দরকার যে ফ্যাশন হাউজগুলো যথেষ্ট লাভ রেখেই কাপড়ের দাম নির্ধারণ করে থাকেন। যার ফলে ওই কাপড়গুলোকে সস্তা ভাবলে নিজেই পরবেন শুভঙ্করের ফাঁকিতে।

ফ্যাশনে নিত্য নতুন পরিবর্তন কি?

প্রায় প্রত্যেক সপ্তাহে পোশাক শিল্পে আসছে নিত্য নতুন পরিবর্তন। যার ফলে ফ্যাশন হাউজগুলোর নিত্য নতুন পোশাক আমাদের নজর কাড়তে বাধ্য করছে। তাই সাধ্যের মধ্যে থাকলে কেউ তার পছন্দের পোশাকটি ছেড়ে আসতে কখনো চাবে না। 

আরও জানুনঃ


অনেক সময় সাধ্যের বাইরেও মানুষ যায়। কারণ হল পরিবর্তিত ফ্যাশনের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে তো! আর এজন্যই খুব চড়া দামে চলতি ফ্যাশনের নতুন পোশাকটি কিনতে বাধ্য করে ফ্যাশন হাউজগুলো।

সিনথেটিক ও সুতি কাপড়ের মূল্য একই কি?

অনেকেই মনে করেন সিনথেটিক কাপড়ের দাম সুতি ও উলের চেয়ে বেশি হয়ে থাকে। তাই সিনথেটিক কাপড় কেনার আশা ছেড়ে দেন। আসলে ব্যাপারটি মোটেও সঠিক না। বাস্তবে সিনথেটিক, সুতি ও উলের কাপড় একই উপাদানের দ্বারা তৈরি। ফলে দামটাও সমমানের হয়।

একই ডিজাইন, কিন্তু ‘মানে’ পার্থক্য কি?

অনেক সময় দেখা যায় একই কোম্পানির শোরুম ও খোলা মার্কেটের জন্য একই ডিজাইনের কাপড় তৈরি করে থাকে। কিন্তু এই দুই রকমের কাপড়ে মান আকাশ পাতাল ব্যবধানের হয়ে থাকে। স্বল্প আয়ের মানুষকে টার্গেট করে খোলা মার্কেটে বিক্রির উদ্দেশ্যে কিছু নিম্নমানের কাপড় তৈরি করা হয়ে থাকে। অপরদিকে শোরুমের পোশাকগুলো হয় বেশি আরামদায়ক।

চকচক করলেই সোনা হয় না কি?

কাপড়ের আসল সৌন্দর্য হল এর রঙে। ঝলমলে রং ও সুন্দর প্রতিচ্ছবি বা জরির কাজ দেখে পোশাক কিনে সবাই। কিন্তু একবার ধোয়ার পরেই দেখা যায় কাপড়ের রং উঠে যায়। এর কারণ হল নিম্নমানের কাপড়ের ওপর জমকালো কাজ করে চড়া দামে সেই কাপড় বিক্রি করা। যার ফলে ভালভাবে রং করা হলেও কাপড়ে রং ঠিকমতো বসে না।

যা পছন্দ করছেন সেটিই সেরা কি?

আপনার পছন্দের মধ্যে যে পোশাকটির দাম বেশি সেই পোশাক আপনাকে বেশি মানাবে বলে বিক্রেতা আপনাকে আশ্বাস দিবে। একটু পর আপনি আরও দামি পোশাক পছন্দ করলেন। তখন আগের কথার সুর পাল্টিয়ে বিক্রেতা বলে যে দ্বিতীয় পোশাকে আপনাকে আরও আকর্ষণীয় লাগবে। 

শুধু তাই নয় আপনার পছন্দের পোশাক নাকি দোকানের সব থেকে সেরা ও গুণগত পণ্য! এভাবে কথার ফুলঝুড়ি চলতেই থাকে। এক সময় বিক্রেতার প্রলোভনে ডুবে না গিয়ে নিজের পছন্দ ও প্রয়োজনীয় পোশাক কিনতে পারাই হল আসল কথা।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন