গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে চাকরি খোঁজার নির্ভরযোগ্য কয়েকটি ওয়েবসাইট?
বর্তমান সময়ে চাকরি খোঁজার জন্য ইন্টারনেটের মধ্যে হাজার হাজার ওয়েবসাইট আছে। ইন্টারনেটে হাজার হাজার ওয়েবসাইটের মধ্যে অনেকেই বিব্রত হয়ে পরে যে কোন ওয়েবসাইট বেশি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য হবে। আর ওয়েবসাইটগুলোতে অনেক সময় ধোঁকাবাজি সম্ভাবনা থাকে।
তাই খুব সাবধান ও নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে চাকরি খোঁজাই সবচেয়ে ভাল হয়। তাই আপনাদের জন্য হাজার হাজার ওয়েবসাইট থেকে বাছাই করে কিছু নির্ভরযোগ্য ওয়েবসাইটের নাম উল্লেখ করলাম। নির্ভরযোগ্য ওয়েবসাইটগুলো নাম হলঃ
- বিডিজব (bdjobs.com)
- চাকরির খবর.কম (chakrirkhobor.com.bd)
- চাকরি.কম (chakri.com)
- বিডিক্যারিয়ার.(bd-career.org)
- আরএমজিজড.কম (rmgjobs.com)
- লিংকডইন (linkedin.com)
বিডিজব.কম (bdjobs.com):
বাংলাদেশের চাকরি খোঁজার ওয়েবসাইট গুলোর মধ্যে সবচেয়ে বড় একটি ওয়েবসাইট হল বিডিজব.কম। আর এই ওয়েবসাইটের অনেক ধরনের গুণ রয়েছে। এ ওয়েবসাইটে প্রায় বাংলাদেশের সব ধরনের চাকুরী খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটি ব্যবহার করা খুব সহজ। কারণ হল বিভিন্ন সেক্টরের চাকরির জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে।এর ফলে যারা ওয়েবসাইটটিতে প্রবেশ করে। তাদের সময় কম লাগে। এবং অল্প সময়ের মধ্যে গ্রাহক তার গন্তব্যস্থলে সহজে পৌঁছাতে পারে। এখন বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলোর এইচ আর (HR) দের সাথে অনলাইন জব ওয়েবসাইটগুলোর খুব ভাল যোগাযোগ রয়েছে। কারণ হল হিউম্যান রিসোর্স এর জন্য অনলাইন প্লাটফর্ম এখন অনেক এগিয়ে আছে।
আরও জানুনঃ
বর্তমানে বিডিজব এর ওয়েবসাইটি গুগলে ভাল রেংকিং এ আছে। তাই আপনি যেকোন জব সম্পর্কে গুগলে সার্চ করলেই গুগলের প্রথম পেইজে প্রথম স্থানে বিডিজব.কম থাকে।সুতরাং বলা যায় আপনিও পারেন আপনার পছন্দের জবটি সহজেই খুঁজে নিতে বিডিজব.কম এর মাধ্যমে।
সরাসরি বিডিজব এর ওয়েবসাইটে ঢুকতে ক্লিক করুন:
https://bdjobs.com/
চাকরির খবর.কম বিডি (Chakrirkhobor.com.bd):
চাকরি খোঁজার জন্য চাকরির খবর.কম ও খুব ভাল একটি ওয়েবসাইট। চাকরির খবর.কম ওয়েবসাইটের মধ্যে সরকারি-বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওয়েবসাইটে চাকরি খোঁজার সুবিধার জন্য ৩৫ টির উপরে ক্যাটাগরি রয়েছে।
সরাসরি চাকরির খবর ডট কম বিডি এর ওয়েবসাইটে ঢুকতে ক্লিক করুন:
https://chakrirkhobor.com.bd/
চাকরি.কম (Chakri.com):
চাকরি.কম আমাদের দেশের একটি চাকরি খোঁজার ওয়েবসাইট। এর মধ্য থেকে খুবই সহজে চাকরি খোঁজা সম্ভব হয়। এই ওয়েবসাইটটির মধ্যমে খুব সহজেই আপনার পছন্দের চাকরিটি খুঁজে নিতে পারবেন।এ ওয়েবসাইটটিতে বিভিন্ন রকম চাকরির জন্য বিভিন্ন রকম ক্যাটাগরির রয়েছে। আবার স্থান ভিত্তিতে চাকরি খোঁজার অপশন আছে। আর তাই চাকরি.কম এর মাধ্যমে এখনি খুঁজে নিতে পারেন আপনার পছন্দের চাকরিটি।
সারাসরি চাকরি.কম এর ওয়েবসাইটে ঢুকতে ক্লিক করুন:
http://chakri.com/
আরএমজিজবস.কম (rmgjobs.com):
টেক্সটাইল সেক্টরের জন্য বিশেষ একটি ওয়েবসাইট আরএমজিজড.কম। এখানে আপনি টেক্সটাইল সেক্টরের সব ধরনের জব খুঁজে পাবেন। নিম্ন শ্রেণীর থেকে উচ্চ শ্রেণি পর্যন্ত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে থাকে। এখানে কিছু ক্যাটাগরি আছে যেগুলোর সাহায্যে আপনি খুবই সহজেই আপনার পছন্দের নতুন চাকরির খোঁজ করতে পারেন।
সরাসরি আরএমজি.কম ওয়েবসাইটে ঢুকতে ক্লিক করুন:
https://rmgjobs.com/
বিডিক্যারিয়ার.ওআরজি (bd-career.org):
বিডিক্যারিয়ার ওয়েবসাইটটিতে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এছাড়াও টেক্সটাইল সেক্টরের অনেক নিয়োগ বিজ্ঞপ্তিও এ ওয়েবসাইটটিতে আছে।এ ওয়েবসাইটটিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন রকম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ওয়েবসাইটিতে আপনি আপনার নিজের মতো করে জব প্রোফাইল সাজিয়ে নিতে পারবেন।
সরাসরি বিডিক্যারিয়ার.ওআরজি এর ওয়েবসাইটে ঢুকতে ক্লিক করুন ক্লিক করুন:
https://bd-career.org/
লিংকডইন (Linkedin):
যদিও লিংকডইন আমাদের দেশের ওয়েবসাইট না। তারপরেও সোশ্যাল মিডিয়াতে রয়েছে চকরি খোঁজার অনেক ধরনের সুযোগ। লিংকডইন এর বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে এটি খুব জনপ্রিয়। লিংকডইন এর মাধ্যমে আপনার ইন্ডাস্ট্রির পূর্ব পেশাজীবী কর্মীর সাথে পরিচিত হওয়ার যথেষ্ট সুবিধা থাকে। এই ওয়েবসাইটটি অটোমেটিক ভাবে আপনার ব্যক্তিগত প্রোফাইল চাকরিদাতাদের নিকট সহজে পৌঁছে দেয়।লিংকডইন এর মধ্যে দেশের চাকরি খবরের পাশাপাশি আপনি বিদেশের চাকরির খবর পাবেন। নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কেও আপডেট সবসময় পাওয়া যায় এই ওয়েবসাইটের মাধ্যমে। দেশ ও বিদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো এই ওয়েবসাইটে কর্ম নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে।
সরাসরি লিংকডইন এর ওয়েবসাইটে ঢুকতে ক্লিক করুন:
https://www.linkedin.com/
বি:দ্রঃ উপরের সবগুলো ওয়েবসাইটের মধ্যেই টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরের চাকরির সার্কুলার রয়েছে।
পরিশেষে বলা যায় বর্তমানে অনলাইন প্লাটফর্মে চাকরির সুযোগ সুবিধা খুব বেশি। এজন্য এর জনপ্রিয়তা খুব বেশি। তাই অনেক ধোঁকাবাজির পরিমাণ ও বেশি।
সুতরাং সাবধান কোন ধরনের আর্থিক লেনদেন থেকে একশত হাত দূরে থাকুন। আর যারা চাকরি খুঁজছেন তাদের সবার মঙ্গল কামনা করছি। ধৈর্য্য সহকারে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।