ফাউন্ডেশন কাপড়ের কি কি গুণ থাকা প্রয়োজন?

ফাউন্ডেশন কাপড়
ফাউন্ডেশন কাপড়

ফাউন্ডেশন কাপড়ের নিম্নলিখিত গুণ থাকা প্রয়োজনঃ

  • ইহা পরিমিত শক্ত ও ইলাস্টিক হওয়া প্রয়োজন।
  • ইহা পর্যাপ্ত দৃঢ় ও পুরু হতে হবে। 
  • ইহা পর্যাপ্ত রেসিলিয়েন্সি ও স্থিতিস্থাপক গুণ থাকতে হবে।
  • ইহা আর্দ্রতা, তাপ ও তৈল নিরোধক হতে হবে। 
  • ইহা প্রয়োগ করার পর যাতে বিস্তৃতি বা ঢ়িলা হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
Next Post Previous Post