আধুনিক ওয়াইন্ডিং মেশিনের বৈশিষ্ট্য?

আধুনিক ওয়াইন্ডিং
আধুনিক ওয়াইন্ডিং

আধুনিক ওয়াইন্ডিং মেশিনের বৈশিষ্ট্য?

আধুনিক ওয়াইন্ডিং মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থাকে। এই মেশিনের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপঃ
  • এই মেশিন পরিপূর্ণ প্যাকেজকে অপসারণ করে। সে স্থানে খালি প্যাকেজকে স্থাপন করে। 
  • চীজ প্রত্যাহারকারী উপকরণের সাহায্যে এ কাজ সম্পন্ন করা হয়।
  • জড়ানোর সময় যদি সুতা ছিঁড়ে যায়। তবে এই মেশিন সুতাকে জোড়া দিয়ে পুনরায় জড়ানো শুরু করে।
  • এই মেশিনের স্বয়ংক্রিয়ভাবে থেমে যাওয়ার ব্যবস্থা আছে। যদি সুতা ছিঁড়ে যায় তবে এই মেশিন সুতাকে জোড়া দিয়ে পুনরায় জড়ানো শুরু করে। 
  • যদি সুতা ছিড়ে যায় তাৎক্ষণিক সংশ্লিষ্ট প্যাকেজে সুতা জড়ানোর কাজ হয়ে যায়। 
  • অথচ মেশিন চলতে থাকে ও অন্যান্য প্যাকেজে জড়ানো চলতে থাকে।  
  • এতে পরিষ্কারক উপকরণ সংযুক্ত থাকে। 
  • যা সুতার নেপ, গিঁট, স্লাব ইত্যাদি মুক্ত করে প্রকৃত ব্যাম প্রদান করে থাকে।
  • এতে Skewer সংযুক্ত থাকে যার উপর ববিন বসিয়ে সুতা খুলে নেওয়া হয়।
  • হোল্ডারের স্থাপিত ববিনের উপর অবস্থিত ক্লাম্পের মধ্য দিয়ে সুতা যাতে ভেদ না করে আসে সেরুপ ব্যবস্থা সংযুক্ত থাকে। 
  • প্রত্যেক হেডেই স্বতন্ত্র স্টপ মোশন স্বয়ংক্রিয়ভাবে সুতা জড়ানো দেওয়ার ব্যবস্থা ও টেনশনার ইত্যাদিতে স্বয়ংসম্পূর্ণ। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন