ব্লেন্ডেড ফেব্রিক কি?
এক বা একাধিক ফাইবারের সংমিশ্রণে তৈরিকৃত ইয়ার্ন বা সুতা দ্বারা যে ফেব্রিক তৈরি হয় তাকে ব্লেন্ডেড ফেব্রিক বলে।
ব্লেন্ডেড ফেব্রিক চেনার সহজ উপায়?
ব্লেন্ডেড ফেব্রিক সহজে চেনা যায় না। ব্লেন্ডেড ফেব্রিক চেনার জন্য আপনি যে কাপড়টি কিনবেন তার মধ্যে একটি লেবেল থাকবে লেবেলের মধ্যে লেখা থাকবে ফেব্রিকটি কোন কোন ফাইবারের তৈরি হবে। এবং কত পার্সেন্ট দ্বারা তৈরি হয়েছে।
|
ব্লেন্ডেড ফেব্রিক
|
ব্লেন্ডেড ফেব্রিকের সুবিধা?
- এই ফেব্রিকের হ্যান্ডফিল অনেক ভাল হয়।
- ব্লেন্ডেড ফেব্রিক দ্বারা তৈরিকৃত কাপড় গুলো যত্ন নেওয়া খুব সহজ হয়।
- ব্লেন্ডেড ফেব্রিকের ফেইস এবং ব্যাক সাইড মসৃণ থাকে।
- অন্যান্য ফেব্রিকের তুলনায় এই ফেব্রিকের উৎপাদন খরচ অনেক কম তাই ব্লেন্ডেড ফেব্রিকের দামও তুলনামূলক কম।
জনপ্রিয় কিছু ব্লেন্ডেড ফেব্রিকের নাম?
- পলিয়েস্টার + কটন
- লিলেন + সিল্ক
- মিলন + রেয়ন
- রেয়ন + কটন
- নাইলন + উল
- পলিয়েস্টার + উল
- কটন + লাইক্রা
- লিলেন + কটন