বিটাক কি?
বিটাক হল বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য সংস্থা।বিটাক এর ফুল মিনিং কি?
বিটাক এর ফুল মিনিং হল Bangladesh Industrial Technical Assistance Center বা (BITAC)।বিটাক |
বিটাক এর কাজ কি?
দেশের শিল্প উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক পরিবর্তন প্রক্রিয়ায় শিল্প ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধিকল্পে বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য সংস্থা গঠিত হয়। এ সংস্থার প্রধান কাজগুলো হলঃ- কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতার জন্য প্রশিক্ষণ প্রদান।
- নতুন যন্ত্রপাতি ও ডিজাইনের সাথে পরিচয় ঘটানো।
- নতুন প্রযুক্তি গ্রহণে শিল্পোদ্যোক্তাদের উৎসাহ প্রদান।
আরও জানুনঃ
- IACB এর পূর্ণরুপ কি | বাংলাদেশ বিনিয়োগ উপদেষ্টা কেন্দ্রের কাজ কি
- বিসিক কি | বিসিক এর প্রধান কাজ কি
- EPZA এর পূর্ণরুপ | রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ কি
- যন্ত্রপাতি স্থাপনে উদ্ভূত সমস্যা নিরসনে উপদেশ প্রদান।
- বিভিন্ন প্রকাশনা, সেমিনার, গ্রুপ বা দলগত আলোচনা, প্রদর্শনী, চলচ্চিত্র ইত্যাদির মাধ্যমে আধুনিক কারিগরি প্রযুক্তির জ্ঞান দান ইত্যাদি।
মোটকথা শিল্প ক্ষেত্রে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত সাহায্য সহযোগিতা প্রদান করাই এ সংস্থার মূল লক্ষ্য।