বিটাক এর ফুল মিনিং | বিটাক এর কাজ কি

বিটাক কি?

বিটাক হল বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য সংস্থা। 

বিটাক এর ফুল মিনিং কি?

বিটাক এর ফুল মিনিং হল Bangladesh Industrial Technical Assistance Center বা (BITAC)।

বিটাক
বিটাক

বিটাক এর কাজ কি?

দেশের শিল্প উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক পরিবর্তন প্রক্রিয়ায় শিল্প ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধিকল্পে বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য সংস্থা গঠিত হয়। এ সংস্থার প্রধান কাজগুলো হলঃ
  • কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতার জন্য প্রশিক্ষণ প্রদান।
  • নতুন যন্ত্রপাতি ও ডিজাইনের সাথে পরিচয় ঘটানো। 
  • নতুন প্রযুক্তি গ্রহণে শিল্পোদ্যোক্তাদের উৎসাহ প্রদান।

আরও জানুনঃ


  • যন্ত্রপাতি স্থাপনে উদ্ভূত সমস্যা নিরসনে উপদেশ প্রদান।
  • বিভিন্ন প্রকাশনা, সেমিনার, গ্রুপ বা দলগত আলোচনা, প্রদর্শনী, চলচ্চিত্র ইত্যাদির মাধ্যমে আধুনিক কারিগরি প্রযুক্তির জ্ঞান দান ইত্যাদি।

মোটকথা শিল্প ক্ষেত্রে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত সাহায্য সহযোগিতা প্রদান করাই এ সংস্থার মূল লক্ষ্য। 
Next Post Previous Post