মসলিন কাপড় |
বাংলার মসলিন বিখ্যাত কেন?
বাংলার তাঁতিরা তাদের শ্রম ও মেধা বলে মসলিনকে করে তোলে মহামূল্যবান ও ঐতিহ্যবাহী। মসলিনের কাছে হার মেনেছে ইংল্যান্ডের সুতি বস্ত্র বা লিনন।
বাংলার তাঁতিরা তাদের শ্রম ও মেধা বলে মসলিনকে করে তোলে মহামূল্যবান ও ঐতিহ্যবাহী। মসলিনের কাছে হার মেনেছে ইংল্যান্ডের সুতি বস্ত্র বা লিনন।
আর মসলিন ইউরোপে বিখ্যাত হওয়ার পেছনে আরেকটি যুক্তি হচ্ছে বাংলার ক্যালিকো লংক্লথ, ব্রডক্লথ এত সস্তা ছিল যে, স্বল্প মূল্যে বিক্রি করাকোন ব্যাপার ছিল না। তাই গুণগত মান ও সস্তা মূল্যের কারণেই মুসলিম বিখ্যাত ছিল।