বঙ্গ জনপদ কোথায় অবস্থিত?

বঙ্গ জনপদ কোথায় অবস্থিত?

বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয় এখানে বঙ্গ নামে একটি জাতি বাস করত। তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়। 

বাংলাদেশ ম্যাপ
বাংলাদেশ ম্যাপ

একটি বিক্রমপুরঅপরটি নাব্য। বর্তমানে নাব্য বলে কোন জায়গার অস্তিত্ব নেই। তবে ধারণা করা হয় ফরিদপুর, বাখরগঞ্জ, পটুয়াখালীর নিচু জলাভূমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী। খ্যাতিমান বঙ্গরাজ ও বঙ্গসেনারা অনেক দুঃসাহসিক যুদ্ধে অংশ নিয়েছে কোন কোন শিলালিপিতে উল্লেখ পাওয়া যায়। 

বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে?

বাংলা নামের উৎপত্তি সম্পর্কে আইন-ই-আকবরী গ্রন্থে উল্লেখ আছে।


Next Post Previous Post