ইয়ার্ন ব্যাচিং কি | ব্যাচিং কিভাবে করা হয়

ইয়ার্ন ব্যাচিং কি?

ডাইং করার উদ্দেশ্যে সকল সুতার কাউন্ট অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ প্যাকেজ আলাদা করে রাখার পদ্ধতিকে ব্যাচিং বলে।

ইয়ার্ন ব্যাচিং
ব্যাচিং

ব্যাচিং কিভাবে করা হয়?

  • সফট উইন্ডিং থেকে প্রাপ্ত সুতাকে ব্যাচ করা হয়।
  •  সাধারণত ইয়ার্ন ডাইং মেশিনের ধারণ ক্ষমতার উপর ব্যাচিং করা হয়।
  • সুতার লট নাম্বার এবং কোন লটের সুতা কিভাবে সফট উইন্ডিং হবে তবে ব্যাচিং এর উপর নির্ভর করে থাকে।
  • কোন সময় মেশিনে কি পরিমাণ প্যাকেজ ধারণ করবে এবং কি পরিমাণ সুতা ডাইং করা হবে তার ওপর ব্যাচিং নির্ভর করে।
Next Post Previous Post