ভ্যাট ডাই কাকে বলে?

ভ্যাট ডাই কাকে বলে?
যে ডাইকে ভ্যাট নামক পাত্রে সোডিয়াম হাইড্রোসালফাইড বা হাইড্রোজ (রিডিউসিং এজেন্ট) এবং কস্টিক সোডা দ্রবণে ক্রিয়া করিয়ে দ্রবণীয় করতে হয় বলে এ শ্রেণির ডাইকে ভ্যাট ডাই (Vat dye) বলে। 
ভ্যাট ডাই
ভ্যাট ডাই

এ ধরনের ডাই ইন্ডিগো ভারত উপমহাদেশে ব্যবহৃত হতো। ভ্যাট ডাই এ অনেক ধরনের কালারিং গ্রুপ থাকে। তবে এক বা একাধিক কার্বনিল (<C = O) গ্রুপ প্রত্যেকটি ডাইস্টাফে থাকে। আর এ কার্বনিল গ্রুপ থাকার কারণে ভ্যাট ডাই অদ্রবণীয় হয়। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন