টুইস্ট কি | টুইস্ট অর্থ কি | টুইস্ট কাকে বলে

টুইস্ট অর্থ কি? 
টুইস্ট অর্থ পাকানো বা পাক দেয়া।

টুইস্ট কি?

টুইস্ট এর বাংলা অর্থ পাকানো বা পাক। একটি সুতার প্রস্থচ্ছেদ করলে তার মধ্যে অনেকগুলো আঁশ দেখা যাবে। সুতার মধ্যে আঁশসমূহ পাশাপাশি অবস্থান করে। যদি কোন সুতায় টুইস্ট দেয়া না হয় তাহলে আঁশসমূহ সহজেই সুতা থেকে খুলে আসবে। 

কাজেই সুতার অক্ষের মধ্যে নির্দিষ্ট নিয়মে ডান থেকে বাম এবং বাম থেকে ডানে আঁশসমূহকে মোচড় দ্বারা সুতার মধ্যে আটকে রাখা হয়। ইহাতে সুতার শক্তি বৃদ্ধি পায় এবং প্রতিটি আলাদা আলাদা আঁশ তাদের নিজস্ব শক্তি সম্মিলিত করে সুতার এক শক্তি বৃদ্ধি করে। 

টুইস্টকৃত সুতা থেকে টুইস্ট না খুলে আঁশসমূহ খুলে ফেলা অথবা আলাদা করা সম্ভব নয়। সুতার মধ্যে টুইস্ট দিলে শক্তি বৃদ্ধি পায় এবং টুইস্ট বাড়াতে থাকলে সুতার শক্তিও বৃদ্ধি পায়। তবে একপর্যায়ে এমন অবস্থায় দাঁড়ায় যে টুইস্ট বাড়ালেও সুতার শক্তি বৃদ্ধি পাবে না শক্তি কমে যাবে।

কাজেই পাক প্রদানের জন্য নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট পরিসর রয়েছে। তবে অবশ্যই  মনে রাখতে হবে টুইস্ট যত বাড়বে উৎপাদন খরচ তত বাড়বে।

টুইস্ট
টুইস্ট

টুইস্ট কাকে বলে?

একটি সুতার মধ্যে অবস্থিত আঁশসমূহকে তার অক্ষের চারপাশে একটি নির্দিষ্ট নিয়মে ডান থেকে বাম এবং বাম থেকে ডানে যে মোচড় দেয় তাকে টুইস্ট বলে। 
Next Post Previous Post