নৃগোষ্ঠী শব্দের অর্থ কি | নৃগোষ্ঠী কাকে বলে

নৃগোষ্ঠী শব্দের অর্থ কি?
ইংরেজি রেস (Race) শব্দটির সর্বাধিক গ্রহণযোগ্য বাংলা পরিভাষা হল নৃগোষ্ঠী বা আদিবাসী। 

আফ্রিকান নৃগোষ্ঠী
আফ্রিকান নৃগোষ্ঠী

নৃগোষ্ঠী কাকে বলে?

নৃগোষ্ঠী বা আদিবাসী বলতে বুঝায় মানব জাতির এমন একটি উপরিভাগ যার সদস্যদের মধ্যে উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত কতগুলো সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। অতএব নৃগোষ্ঠী হচ্ছে-
  • মানব জাতির একটি উপরিভাগ। 
  • ঐ উপরিভাগের সদস্যদের মধ্যে কিছু সাধারণ দৈহিক বৈশিষ্ট্য থাকে।
  • ঐ সাধারণ দৈহিক বৈশিষ্ট্যগুলো জৈবিক উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত এবং ঐ বৈশিষ্ট্যগুলো জৈবিক সুত্রে বংশধরদের মধ্যে বর্তিয়ে থাকে।
  • একটি নৃগোষ্ঠী অন্য নৃগোষ্ঠী থেকে আলাদা। 
Next Post Previous Post