সাইমুলেশন মডেল |
সাইমুলেশন মডেল কি?
সাইমুলেশন মডেল হল এমন একটি পদ্ধতি। যা ইলেক্ট্রনিক কম্পিউটারের সাহায্যে বিভিন্ন বিকল্পের মধ্য হতে সর্বোত্তম বিকল্প নির্বাচন করা হয়।
এজন্য কোন বিকল্প পরিস্থিতির ফলাফল কি হবে তা জানার জন্য সংশ্লিষ্ট তথ্যাদি কম্পিউটারের ইনপুট ডাটা হিসেবে ব্যবহার করে সম্ভাব্য ফলাফল নির্ধারণ করা হয়।