প্রিট এ পোর্টার কি?
প্রিট এ পোর্টার হল ফ্রেন্স শব্দ, যার অর্থ রেডি টু ওয়্যার (Ready to wear)। যেখানে অধিকাংশ ফ্রেন্স ফ্যাশনগুলো ব্যাপক আকারে উৎপাদিত হয়ে থাকে। এতে উৎপাদন ব্যয় লাঘব হয়।
প্রিট এ পোর্টার হল ফ্রেন্স শব্দ, যার অর্থ রেডি টু ওয়্যার (Ready to wear)। যেখানে অধিকাংশ ফ্রেন্স ফ্যাশনগুলো ব্যাপক আকারে উৎপাদিত হয়ে থাকে। এতে উৎপাদন ব্যয় লাঘব হয়।
এ কারণে আইডেন্টিক্যাল গার্মেন্টস সমূহ বিভিন্ন বর্ণে এবং বিভিন্ন আকৃতিতে উৎপাদিত ও সরবরাহকৃত হয়। তদুপরি ক্রেতাগণ দোকান থেকে তাদের পছন্দ অনুযায়ী পোশাক খুঁজে নিয়ে তা ক্রয় করতে আগ্রহী হলে তারাই সর্বদা পোশাক তৈরির ঝামেলা এড়াতে চান।
এভাবে ফ্রেন্স এবং ক্রমান্বয়ে সমস্ত বিশ্বে Ready to wear অর্থাৎ pret a porter এর উদ্ভব হয়।
পোশাক |
প্রিট এ পোর্টার কি কাজ করে?
- প্রিট এ পোর্টার এর ফলে পোশাক ব্যাপকভাবে উৎপাদিত হয়। ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায়।
- কোন একটি ডিজাইনের আর্বিভাব হলে তা অতিদ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে।
- ক্রেতা অর্থাৎ ভোক্তাগণের জন্য তাদের রুচিসম্মত পোশাক লাভ করা সহজতর হয়।
- প্রিট এ পোর্টার এর ফলে পোশাক তৈরি জনিত ঝামেলা এড়ানো যায় এবং পোশাক তৈরিকালীন সময়ের জন্য প্রতীক্ষার প্রয়োজন হয় না।