বিবরণপত্র কি | বিবরণপত্রের উদ্দেশ্য

বিবরণপত্র কি 
সাধারণ সসীমদায় যৌথ মূলধনী কারবার বা পাবলিক লিমিটেড কোম্পানির প্রবর্তকগণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে যে পত্রের মাধ্যমে জনগণকে শেয়ার অথবা ডিবেঞ্চার ক্রয়ের আহ্বান জানায় তাকে বিবরণ পত্র বলে। 

পাবলিক লিমিটেড কোম্পানিকে নিবন্ধনের ছাড়পত্র পাওয়ার পর কাজের অনুমতিপত্র লাভের নিমিত্ত শেয়ার বিক্রির জন্য প্রচার করা বাধ্যতামূলক।

বাংলাদেশের প্রবর্তিত ১৯৯৪ সালের কোম্পানি আইনের সুস্পষ্ট কোন সংজ্ঞা দেওয়া হয়নি। কোম্পানি আইনের ১৪২ ধারা অনুসারে শেয়ার বা ডিবেঞ্চার বিক্রয়ের প্রস্তাব সম্বলিত দলিল প্রক্টাস বলে গণ্য।

১৯১৩ সালের কোম্পানি আইনের ২.১ (১৪) ধারায় বিবরণ পত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে বিবরণপত্র বলতে যে কোন প্রকারের বিবরণপত্র, বিজ্ঞাপন, প্রচার পত্র অথবা অন্য কোন আহ্বানকে বুঝায়। 

যা দ্বারা জনসাধারণের নিকট চাঁদা প্রদানের অথবা অন্য কোন কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয়ের প্রস্তাব প্রদান করা হয়ে থাকে। বিবরণপত্র সাধারণত বিজ্ঞপ্তি আকারে সংবাদপত্রে প্রকাশ করতে হয় এবং এতে কোম্পানির যাবতীয় গুরুত্বপূর্ন তথ্য ও বিষয়সমূহের সঠিক বর্ণনা থাকে। 

এটি প্রচারের পূর্বে এর একটি অনুলিপি নিবন্ধকের নিকট দাখিল করতে হয়। এটি কোম্পানির প্রত্যেক পরিচালক বা তাদের মনোনীত প্রতিনিধি দ্বারা স্বাক্ষরিত হতে হয়।

বিবরণপত্র
বিবরণপত্র

বিবরণপত্রের উদ্দেশ্য?

  • নব প্রতিষ্ঠিত কারবার প্রতিষ্ঠানের অবস্থা সম্পর্কে জনসাধারণকে অবহিত করানো। 
  • জনসাধারণের নিকট হতে কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয়ের জন্য আমন্ত্রণ জানানো।
  • জনগণকে সংশ্লিষ্ট কোম্পানিতে বিনিয়োগে উদ্বুদ্বকরণ।
  • কোম্পানির পরিচালনায় সুদক্ষ  পরিচালকবৃন্দের বর্ণনা দিয়ে কোম্পানির প্রতি জনগণের আস্থা অর্জন। 
  • কাজের অনুমতি পত্র পাওয়ার উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে এর কপি নিবন্ধকের নিকট দাখিল করা।
  • সংশ্লিষ্ট কোম্পানির বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জনসাধারণকে জ্ঞাত করানো।
  • বিবরণপত্রে বর্ণিত বিষয় সম্পর্কে পরিচালকদের দায়িত্ব সম্বন্ধীয় স্বীকৃতি তাদের কাছ থেকে আদায় করা।
  • বিবরণপত্রে বর্ণিত বিষয় সম্পর্কে পরিচালকদের দায়িত্ব সম্বন্ধীয় স্বীকৃতি তাদের কাছ থেকে আদায় করা।

Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন