রাবিশ |
রাবিশ কি?
রাবিশ বলতে সাধারণত অপচনশীল কঠিন বর্জ্যকে বুঝায়। রাবিশ বর্জ্য দাহ্য বা অদাহ্য হতে পারে। দাহ্য রাবিশের মধ্যে কাগজ, কাঠ, বিভিন্ন প্রকার বর্জিত ক্ষুদ্র টুকরো, রাবার, চামড়া বা চামড়াজাত দ্রব্য ইত্যাদি উল্লেখযোগ্য। অদাহ্য কঠিন বর্জ্যের মধ্যে ধাতু (লোহা, অ্যালুমিনিয়াম, টিন, তামা), সিরামিক ইত্যাদি উল্লেখযোগ্য।