বাণিজ্যিক ব্যাংক (Commercial Banks) কি?
শিল্প ও ব্যবসায়ে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা করার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংগুলো উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছে।
শিল্প ও ব্যবসায়ে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা করার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংগুলো উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছে।
বর্তমানে দেশের ৩টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেমনঃ সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংক দেশব্যাপী শাখা বিস্তারের মাধ্যমে সর্বস্তরের শিল্পোদ্যোক্তাদের ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।
তাছাড়া ব্যাংকিং সেবাকে আরো ব্যাপকতর করার লক্ষ্যে বেসরকারি উদ্যোগেও অনেক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে।
বাণিজ্যিক ব্যাংক |
বাণিজ্যিক ব্যাংকের কাজ কি?
বাণিজ্যিক ব্যাংকসমূহ শিল্পোদ্যোক্তাদের স্বল্প মেয়াদি পুঁজির অভাব মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের জনগণের নিকট অলসভাবে পড়ে থাকা ছড়ানো ও ছিটানো সঞ্চয়গুলো সংগ্রহ করে সঞ্চিত অর্থের নিরাপত্তা ও যথাযথ বিনিয়োগ নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ।দেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের দায়িত্ব। এছাড়াও ক্ষুদ্র শিল্পোদ্যােক্তাদের উৎসাহিত করার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি পুঁজি সরবরাহ করে থাকে।
আর একজন শিল্পোদ্যোক্তা মুলধন সংগ্রহ ছাড়াও এসব ব্যাংক থেকে শিল্প স্থাপন সংক্রান্ত বিনিয়োগ পূর্ব পরামর্শ, পণ্য নির্বাচন, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে পরামর্শ পেতে পারে। অনেক সময় বাণিজ্যিক ব্যাংকসমূহ সিকিউরিটি ও কোম্পানির শেয়ার ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে অবলেখন হিসেবে কাজ করে থাকে।