স্টেনটার মেশিনে সফেনার দেওয়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয়?

স্টেনটার মেশিন
স্টেনটার মেশিন

স্টেনটার মেশিনে সফেনার দেওয়ার সময় যেসব সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হলঃ

প্রতিটা নতুন ড্রাম খুলে প্রথমে দেখতে হবে যে ড্রামের উপরে ও নিচে সর (Skin formation) পড়েছে কি না। সেটা ভালভাবে পরীক্ষা করে নিতে হবে। এরপর সর যুক্ত সফেনার কাপড়ে দেওয়া হলে। কাপড়ের মধ্যে দাগ আসতে পারে।

তারপর ড্রামের মধ্যে মগ ঢুকিয়ে দেখতে হবে চাকা বা দানা আছে কি না। চাকা বা দানা যুক্ত সফেনার কাপড়ের মধ্যে দেওয়া হলে কাপড়ের দাগ আসতে পারে। একটা সফেনারের ড্রাম প্রথমে পরীক্ষা করে নিতে হবে সেটা ব্যবহারের উপযোগী কি না। 

এরপর যদি ব্যবহারের অনুপযোগী হয় তাহলে সফেনার দ্রবীভূত করা দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করে সেটাকে ব্যবহারের উপযোগী করে নিতে হবে। সফেনার ট্রেতে সফেনার দেওয়ার পরে। সফেনার ট্রে এর সব জায়গায় সমস্ত মিশ্রণ আছে কি না সেটা নিশ্চিত করতে হবে।
সফেনার
সফেনার

এরপর ট্রে এর একপাশে সফেনার ঘন ও একপাশে পাতলা থাকলে কাপড়ের দুই পাশে দুই রকম শেড অর্থাৎ রানিং শেড দেখা দিতে পারে। এজন্য সফেনার ঢালার সময় খেয়াল রাখতে হবে। যাতে কোন অবস্থায় সফেনার সরাসরি কাপড়ের গায়ে না লাগে। 

কোন প্রকার সফেনারের ফোম ও যেন কাপড়ের গায়ে না লাগে। কারণ হল সফেনার অথবা সফেনারের ফেনা কাপড়ের গায়ে সরাসরি লাগলে। কাপড় শুকানোর পর সেটা কালার স্পট অথবা দাগে পরিনত হতে পারে।


সফেনার ট্রেতে সফেনার ঘন হয়ে গেলে সেটা কাপড়ের গা বেয়ে উঠতে থাকলে কাপড়ের মধ্যে ভার্টিকাল মার্ক আসতে পারে। সেক্ষেত্রে সফেনার ট্রেতে সফেনারের ঘনত্ব বিশেষভাবে লক্ষণীয়। তাই সফেনার ট্রেতে সফেনারের ঘনত্ব ব্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম রাখতে হবে। তা না হলে রোল টু রোল শেড ভেরিয়েশন দেখা দিতে পারে।

সফেনারের মধ্যে এনজাইমের ডাস্ট বা ময়লা থাকলে সেটা প্যাডারে চাপ লেগে সাদা সাদা দাগ আসতে পারে। সেজন্য কিছুক্ষণ পর পর এনজাইম ডাস্ট সফেনার ট্রে থেকে তুলে ফেলতে হবে। যাত ফেব্রিকের মধ্যে সাদা সাদা দাগ না আসে।

আশা করি আপনাদের পোস্টটি অনেক ভাল লাগছে। ধন্যবাদ ধৌর্য সহকারে পোস্টটি পড়ার জন্য। 
Next Post Previous Post