আসলে ফেব্রিক কাটিং অনেক জটিল একটি কাজ। এই কাজটি সাধারণত অভিজ্ঞ কাটিং মাস্টার দ্বারা করা হয়ে থাকে। ফেব্রিক কাটার জন্য আগে থেকেই প্যাটার্ন তৈরি করা হয়। এরপর তৈরিকৃত প্যার্টান অনুযায়ী সাবধানতার সাথে ফেব্রিক কাটিং করতে হয়। কাটিং এর সময় একটু অসাবধানতা হলেই প্যাটার্ন এর বাইরে ফেব্রিক কেটে যাবে।
ফেব্রিক কাটিং মেশিন |
আর ফেব্রিক কাটিং এ যদি অল্প একটুও ভুল হয়। তাহলে অনেক বড় প্রোডাকশন লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফেব্রিক কাটিং এর সময় কোন ভুল-ভ্রান্তি হলে তার সংশোধন করা যায় না। তাই সব সময় নির্ভুল ভাবে কাজ করতে হবে।
বিশেষ করে কাটার সূক্ষ্মতা, পোড়া প্রান্ত এবং সামঞ্জস্যপূর্ণ কাটা এই দিকগুলোর উপর বিবেচনা করে খুব ভালভাবে ফেব্রিক কাটিং করতে হবে। যাতে করে কোন ধরনের সমস্যা না হয়।