সীম কত প্রকার ও কি কি?

সীম (Seam) কি?
যে রেখা বরাবর একাধিক পরতা কাপড় সেলাই বা অন্য যেকোন পদ্ধতিতে জোড়া লাগানো হয় তাকে সীম (Seam) বলে। 

সীম
সীম

অনেক প্রকার সীম রয়েছে। এ সীমগুলোকে প্রধানত ছয়টি শ্রেণিতে ভাগ করা যায়। বর্তমানে আরও দুটি শ্রেণিসহ সর্বমোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছেঃ
  • ক্লাশ-১, সুপারইমপোজড  (Class-1, Superimposed Seam)
  • ক্লাশ-২, ল্যাপড সীম (Class-2, Lapped Seam)
  • ক্লাশ-৩, বাউন্ড সীম (Class-3, Bound Seam)
  • ক্লাশ-৪, ফ্লাট সীম (Class-4, Flat Seam)
  • ক্লাশ-৫, শোভাপ্রদ সীম (Class-5, Decorative Seam)
  • ক্লাশ-৬, প্রান্ত নিটেনিং  (Class-6, Edge Neatening Seam)
  • ক্লাশ-৭ (Class-7, Seam)
  • ক্লাশ-৮ (Class-8, Seam)
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন