হস্ত নিটিং কি | হস্ত নিটিং কত প্রকার

হস্ত নিটিং কি?

মেশিনের সাহায্যে ব্যতীত হস্ত বা হাত দ্বারা পিন বা নিডেল এবং সুতার সাহায্যে লুপ তৈরি করে যে কাপড় তৈরি করা হয় তাকে হস্ত নিটিং বলে। 

হস্ত নিটিং কত প্রকার?

হস্ত নিটিং দুই প্রকারঃ
  • পিন দ্বারা নিটিং 
  • পেগ ফ্রেম নিটিং 

পিন দ্বারা নিটিং কি?

পৃথিবীর প্রায় সব দেশেই পিন দিয়ে হাতের সাহায্যে নিটিং করা হয়। তবে সোয়েটার, মোজা,  টুপি ইত্যাদি পোশাকেই প্রধানত হাতে তৈরি হয়ে থাকে। আর এ সকল পোশাকে বিভিন্ন প্যাটার্ন এবং বিভিন্ন ডিজাইনের সমাবেশ দেখতে পাওয়া যায়। 

পিন দ্বারা নিটিং
পিন দ্বারা নিটিং


চিত্রের হাতের সাহায্যে নিটিং প্রক্রিয়া প্রদর্শন করা হলঃ একটি পিনে ওপেন লুপ গঠন করা হয় (1) অতঃপর সুতাকে দ্বিতীয় পিনের চারদিকে প্যাঁচিয়ে দেয়া হয়। চিত্র (ক) এবং একে টেনে প্রথম লুপের ভেতর দিয়ে নিয়ে দ্বিতীয় পিনে স্থানান্তরি করা হয়। যা চিত্র (খ) তে দেখানো হয়েছে। 

অতএব ১ নং লুপকে তখন বাম পিন থেকে ছেড়ে দেওয়া হয়। ফলে পুরাতন লুপটি নতুন লুপের (২নং) ভেতর দিয়ে ঝুলে পড়ে। ডান পিনের লুপ শেষ না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এভাবে হাতের সাহায্যে নিটিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। 

পেগ ফ্রেম নিটিং কি?

নিম্নের চিত্রের পেগ ফ্রেমের একটি অংশ দেখানো হয়েছে। পেগ ফ্রেম সমতল বা বৃত্তাকার হতে পারে। নিটিং মেশিন আবিষ্কারের পূর্বে এটা ব্যবহৃত হতো। আড়াই সেন্টিমিটার দূরে দূরে স্থাপন করা হতো। এবং পেগের শীর্ষে আড়াআড়িভাবে একটি ছোট কাঠের টুকরা আটকানো হতো।

পেগ ফ্রেম নিটিং
পেগ ফ্রেম নিটিং

ফলে লুপগুলো বের হয়ে আসতে পারতো না। শীর্ষের কাঠের টুকরাকে উঠিয়ে একটি নতুন সুতা পুরাতন সুতার ভেতর দিয়ে টেনে নেওয়া হতো। এভাবে একটি সারি সম্পন্ন হলে দ্বিতীয় আরেকটি সারি শুরু করা হত। মোটা ট্যাপেষ্টি এবং পুরাতন কাঠের টুকরা উপর দিয়ে ছেড়ে দেওয়া হতো। 

এভাবে একটি সারি সম্পন্ন হলে দ্বিতীয় আরেকটি সারি শুরু করা হতো। পিন দিয়ে হাতের সাহায্যে নিটিং করার চেয়ে এই পেগ পদ্ধতিতে অপেক্ষাকৃত দ্রুততর এবং এর উৎপাদন হার মোটামুটি সন্তোষজনক। 
Next Post Previous Post