কাউন্ট কি?
কাউন্ট হল একটি সংখ্যাবাচক শব্দ। যা দ্বারা সুতার একক দৈর্ঘ্যের ভর বা এক ভরের দৈর্ঘ্যকে বুঝায়।
সুতার কাউন্ট |
সুতার কাউন্ট কত প্রকার ও কি কি?
সুতার কাউন্ট দুই প্রকারঃ- প্রত্যক্ষ পদ্ধতি (Direct system)
- পরোক্ষ পদ্ধতি (Indirect system)
প্রত্যক্ষ পদ্ধতি (Direct system) কি?
সুতার একক দৈর্ঘ্যের ভরকে ডিরেক্ট কাউন্ট বলে। অর্থাৎ সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত মোটা হবে। তবে কাউন্ট যত কম হবে সুতা তত সুক্ষ হয়। যেমনঃ টেক্স কাউন্ট, ডেনিয়ার কাউন্ট ইত্যাদি।ডিরেক্ট কাউন্ট (N) = (l×W)/(L×w)
এখানে,
- N= সুতার কাউন্ট
- L= নমুনা সুতার লেন্থ
- W= স্যাম্পল সুতার ওয়েট
- w= ওজনের একক
- l=দৈর্ঘ্যের একক
পরোক্ষ পদ্ধতি (Indirect system) কি?
সুতার একক ভরের দৈর্ঘ্যকে ইনডাইরেক্ট পদ্ধতি বলে। ইনডাইরেক্ট পদ্ধতিতে সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত চিকন হবে। আর কাউন্ট যত কম হবে সুতা তত মোটা হবে।ইনডাইরেক্ট কাউন্ট (N) = (L×w)/(l×W)
এখানে,
- N= সুতার কাউন্ট
- L= স্যাম্পল সুতার লেন্থ
- W= নমুনা সুতার ওজন
- l=দৈর্ঘ্যের একক
- w= ওজনের এককস
ড্রাফ কতো প্রকার
উত্তরমুছুন