ট্রেসিং কাপড় কি?

ট্রেসিং কাপড় কি?

ট্রেসিং কাপড় হল এক ধরনের পাতলা আলোকভেদ্য কাপড়। যা দীর্ঘ সময়ের জন্য চূড়ান্ত ট্রেসিং সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। 

ট্রেসিং কাপড়
ট্রেসিং কাপড়

এটি সাদা অথবা ইষৎ নীল রঙের হয়ে থাকে। যার এক পার্শ্বে অনুজ্জ্বল এবং অন্যপার্শ্ব উজ্জ্বল থাকে। ট্রেসিং কাপড় খুব চিকন সুতার (মসলিন জাতীয়) তৈরি এবং ট্রেসিং কাগজের চেয়ে ব্যয়বহুল।
Next Post Previous Post