ট্রেসিং কাপড় কি?
ট্রেসিং কাপড় কি?
ট্রেসিং কাপড় হল এক ধরনের পাতলা আলোকভেদ্য কাপড়। যা দীর্ঘ সময়ের জন্য চূড়ান্ত ট্রেসিং সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়।ট্রেসিং কাপড় |
এটি সাদা অথবা ইষৎ নীল রঙের হয়ে থাকে। যার এক পার্শ্বে অনুজ্জ্বল এবং অন্যপার্শ্ব উজ্জ্বল থাকে। ট্রেসিং কাপড় খুব চিকন সুতার (মসলিন জাতীয়) তৈরি এবং ট্রেসিং কাগজের চেয়ে ব্যয়বহুল।