টেইলারিং পদ্ধতি কি?
কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য তার শরীরের মাপ নিয়ে হ্যান্ড কাঁচি দিয়ে কাপড় কেটে সেলাই মেশিন দ্বারা সেলাই করে পোশাক বা জামা তৈরি করাকে টেইলারিং (Tailoring) বলে।
সাধারণত ৪টি পদ্ধতিতে টেইলারিং পোশাক তৈরি করা হয়। টেইলারিং পদ্ধতিতে পোশাক প্রস্তুতির বিভিন্ন পদ্ধতি বর্ণনা করা হলঃ
- শরীরের পরিমাপ
- কাপড় নির্বাচন এবং কাপড়ের পরিমাণ নির্ধারণ
- কাটিং
- সেলাই
শরীরের পরিমাপ |
শরীরের পরিমাপ কি?
টেইলারিং বা দর্জি বিদ্যা পদ্ধতিতে পোশাক তৈরি করতে হলে প্রথমেই নির্দিষ্ট পুরুষ বা মহিলার শরীরের মাপ নিতে হয়। এরপর নির্দিষ্ট ব্যক্তিকে সোজা অবস্থায় দাঁড় করিয়ে শরীরের বিভিন্ন অঙ্গের মাপ নিতে হয়। যেমনঃ ঝুল, হাতা, স্লিভ, পুট ইত্যাদি মাপ।কাপড় নির্বাচন এবং কাপড়ের পরিমাণ নির্ধারণ |
কাপড় নির্বাচন এবং কাপড়ের পরিমাণ নির্ধারণ কি?
সঠিকভাবে শরীরের পরিমাপের পর পোশাক তৈরির জন্য মোট কতটুকু কাপড় প্রয়োজন হবে তা হিসাব করা হয়। পরে উক্ত পরিমাপ ইঞ্চি বা গিরাতে নেওয়া হয়।বিভিন্ন বহরের কাপড়ের জন্য কাপড়ের পরিমাণ কমবেশি হয়। আর কাপড়ের পরিমাণ নিন্মলিখিতভাবে বের করা হয় যেমনঃ
কাপড়ের পরিমাপ অবশ্যই সঠিক হতে হবে। তা না হলে কাপড় বেশি নিলে অপচয় বৃদ্ধি পাবে। এবং কম নিলে পোশাক তৈরিতে কাপড়ের ঘাটতি পড়বে।
- ঝুল × ২ + হাতা × ১+২ (দুই হাত বহরের/প্রস্থের কাপড়ের জন্য)
- ঝুল × ২ + ২ (২×১/২ হাত বহরের/প্রস্থের কাপড়ের জন্য)
কাটিং |
কাটিং কি?
নির্দিষ্ট পরিমাণ ও ডিজাইন অনুযায়ী কাপড়কে কাটার পদ্ধতিকে কাটিং বলা হয়। আর কাপড় কাটার পূর্বে কাপড়কে অব্যশই একটি টেবিলের উপর টানটান করে বিছিয়ে নিতে হবে। তারপর মার্কার বা রঙিন পেন্সিল দ্বারা কাপড়ের উপর ডিজাইন অনুযায়ী দাগ দিতে হবে।পরে হাত কাঁচি দ্বারা সুক্ষভাবে কাপড় কাটতে হবে। এরপরে টুকরা কাপড়ে বিভিন্ন ধরনের শনাক্তকরণ চিহ্ন প্রয়োগ করে সেলাইয়ের জন্য রেখে দিতে হয়।
সেলাই |
সেলাই কি?
ডিজাইন অনুযায়ী কাটিংকৃত টুকরা কাপড় সেলাই মেশিনের স্টিচিং এর মাধ্যমে জোড়া দেওয়াকে সেলাই বলে। আর পদ চালিত বা হস্ত চালিত প্লেইন সেলাই মেশিনের সাহায্যে পোশাক সেলাই করা হয়।কাপড় কাটার পর প্রয়োজনে ওভার হেড সেলাই মেশিনের সাহায্যে কাপড়ের কাটা প্রান্তকে সেলাই করা হয় যাতে কাপড় থেকে সুতা বের হতে না পারে।
এছাড়াও কাপড় সেলাইয়ের পর প্রয়োজনে কাপড়কে বাটন হোল মেশিনের সাহায্যে বোতাম ঘর তৈরি করা হয়। এবং পরে বাটন অ্যাটাচিং মেশিনের সাহায্যে বোতাম সংযোজন করা হয়। এরপর তৈরিকৃত পোশাক পরে ক্যালেন্ডার বা ইস্ত্রি করতে হয়।