সিল্ক সুতা কি?
সিল্ক বা রেশম একটি প্রাকৃতিক ফিলামেন্ট ফাইবার। এবং এতে প্রাকৃতিক মসৃণতা বিদ্যমান। রেশম ফিলামেন্টের স্থিতিস্থাপকতা গুণ থাকে অনেক বেশি। এটি বেশ নমনীয় এবং আর্দ্রতা ধারণক্ষমতাও বেশ ভাল। এটি শতকরা ১১ ভাগ আর্দ্রতা ধারণ করতে পারে।সিল্ক সুতা |
রেশম সুতা তুলনামূলকভাবে শক্তিশালী ও সম্প্রসারণশীল। এটি চাকচিক্যপূর্ণ ও গুণাগুণসম্পন্ন। তবে এর দাম বেশি হওয়ার কারণে ব্যবহার সীমিত। মূল্যবান পোষাক তৈরীর ক্ষেত্রে এধরণের সুতা ব্যবহার করা হয়।
সিল্ক সুতা কোথায় পাওয়া যায়?
সিল্ক সুতা রেশম গুটি থেকে পাওয়া যায়।