সিমপ্লেক্স মেশিনের কাজ কি?

রোভিং ফ্রেম
রোভিং ফ্রেম

সিমপ্লেক্স মেশিনের কাজ কি?
সিমপ্লেক্স ফ্রেমে প্রধানত চারটি কাজ করা হয়ে থাকে যেমনঃ
  • ড্রাফটিং 
  • টুইস্টিং 
  • ওয়াইন্ডিং
  • বিল্ডিং

ড্রাফটিং কি?

ড্রইং থেকে প্রাপ্ত স্লাইভারসমূহকে ড্রাফটিং এর মাধ্যমে একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে তুলনামূলক হালকা অর্থাৎ কম কাউন্টের রোভিং তৈরি করা হয়।

সিমপ্লেক্স মেশিনের ড্রাফটিং জোনে ৩ জোড়া রোলার অর্থাৎ থ্রি ওভার থ্রি ড্রাফটি পদ্ধতি কাজ করে থাকে।

টুইস্টিং কি?

রোভিং এ অবস্থিত আঁশসমূহ যাতে খুলে না পড়ে যায়।  সেজন্য আঁশসমূহকে সামান্য পাক দেওয়া হয় এবং সামান্য টেনশনে ববিনে জড়ানো হয়। 

পাকের ফলের রোভিং এর শক্তি সামান্য বৃদ্ধি পায় ও সমান্তরাল আঁশসমূহ রোভিং এর পৃষ্ঠ  থেকে খুলে যেতে না পারে। 

ওয়াইন্ডিং কি?

সামনের জোড়া রোলার থেকে বের হওয়া রোভিং এ সামান্য পাক দিয়ে একটি নির্দিষ্ট গতিতে ববিনে জড়ানোর প্রক্রিয়াকে ওয়াইন্ডিং প্রক্রিয়া বলে। ছোট প্যাকেজ অর্থাৎ রোভিং ববিন তৈরির ফলে স্থানান্তরের সুবিধা হয়। 
 

বিল্ডিং কি?

সুনির্দিষ্ট নিয়ম ও সুনির্দিষ্ট আয়তনের প্যাকেজ অর্থাৎ রোভিং ববিন তৈরির জন্য বিল্ডিং কাজ করে। 

বিল্ডিং মোশন রিভার্সিং, ট্রাভার্সিং ও লিফটিং মোশনের মাধ্যমে রোভিং ববিন অর্থাৎ প্যাকেজের দুই প্রান্ত মোচার ন্যায় (Tapper) আকৃতি তৈরি হয়। যার জন্য রোভিং প্যাকেজ থেকে খুলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে না।

সিমপ্লেক্স মেশিনের অপর নাম কি?

সিমপ্লেক্স মেশিনের অপর নাম হল রোভিং ফ্রেম।

Next Post Previous Post