মাকুর কাজ কি?
মাকুর কাজ হল ডিজাইন অনুযায়ী শেড তৈরি হওয়ার পর শেডের ভেতর দিয়ে পড়েন সুতাকে এক প্রান্ত হতে অন্য প্রান্তে পৌঁছে দেয়া। এর ফলে টানা ও পড়েন সুতার বন্ধনীর মাধ্যমে কাপড় তৈরি হয়ে থাকে।
এটা উন্নতমানের কাঠ দ্বারা তৈরি করা হয়। এর এক প্রান্তে সুতা প্রবেশ করানোর জন্য একাধিক চক্ষু থাকে এবং দুই প্রান্তে ধাতব নোজ বা টিপ থাকে। এর মাঝখানে নলি স্থাপন করার জন্য একটি জিহ্বা থাকে।
মোটকথা মাকু পড়েন সুতা কাপড়ের একপ্রান্ত হতে অন্যপ্রান্তে সরবরাহ করে কাপড় বুনতে সাহায্য করে।