রিলিং কি | রিলিং এর উদ্দেশ্য | রিলিং এর কাজ

রিলিং কি? 

নির্দিষ্ট পরিধির অর্থাৎ জানা পরিধির ঘূর্ণায়মান সুইফটের চারদিকে নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত সুতা জড়ানো প্রক্রিয়াকে রিলিং বলে।

রিলিং এর কাজ? 

রেলিং প্রক্রিয়ার মূল কাজ হল ববিন হতে সুতাকে খুলে এনে নির্দিষ্ট দৈর্ঘ্যের রিলিং বান্ডেল তৈরি করা।  বান্ডেলকৃত অবস্থায় উহা বাজারে বিক্রি করা রং করা অথবা ওয়েট প্রসেসিং করা অত্যন্ত সহজ। তবে তৈরিকৃত হ্যাংক পরিধিও বিভিন্ন দৈর্ঘ্যের হয়ে থাকে। 

রিলিং মেশিন
রিলিং মেশিন

সাধারণত ১.৫ গজ পরিধির হ্যাংক ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এধরনের সুইফটের ৫৬০ বার ঘূর্ণনের ফলে ৮৪০ গজ দৈর্ঘ্যের সুতা ১ হ্যাংক হয়ে থাকে। এবং ১২০ গজ সুতার লীর জন্য ৮০ বার ঘূর্ণনের ফলে তৈরি করা হয়। সহজে বহনযোগ্য করার জন্য অথবা সুতার বেল তৈরির জন্য এ রিলিং করা হয়ে থাকে। 

রিলিং এর গুরুত্ব?

  • শুধুমাত্র সুতাকে রং করা অথবা ওয়েট প্রসেসিং করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি।
  • বিক্রি করার উদ্দেশ্যে সুতাকে রিলিং করা হয়। খালি ববিন বা পেপার কোণ এর প্রশ্ন এখানে নেই।
  • সূতাকে ওজন করা সহজ হয়। এবং এখানে কোন টেয়ারের প্রশ্ন নেই। রিলিং বান্ডেল হিসাবে ভাঁজ করা সম্ভব এবং ভাঁজ করে সহজে বহন করা সম্ভব।
  • ওজন ও দৈর্ঘ্যের সাথে সমতা বজায় রেখে কাউন্ট নির্ণয় করা সম্ভব যদিও বান্ডেলে কাউন্ট উল্লেখ থাকে। 
  • দৈর্ঘ্য সহজেই কাউন্টিং করা সহজ। আর ১ লী অর্থ ১২০ গজ বা ১ হ্যাষ্ক অর্থ ৮৪০ গজ ব্যান্ডেলে কতগুলো হ্যাষ্ক বা লী আছে তার দ্বারা একজন তাঁতি সহজেই দৈর্ঘ্য বের করতে পারে।

রিলিং এর উদ্দেশ্য?

  • সাধারণত ১২০ গজ বা ১ লী অথবা ৮৪০ গজ ১ হ্যাংকের রিলিং ব্যান্ডেল তৈরি করা হয়।
  •  সহজে বহনযোগ্য বান্ডেল ও বেল প্রস্তুত করার জন্য রিলিং করা হয়। সুতাকে রং করার জন্য রিলিং করা হয়। 
  • অন্যান্য ওয়েট প্রসেসের জন্য রিলিং করা প্রয়োজন।
  • সুতাকে ভাঁজ করে বহন করার জন্য রিলিং করা প্রয়োজন।
  • ববিন বা পেপার কোণ ফেরতের প্রশ্ন এড়িয়ে শুধুমাত্র সুতাকে বিক্রি করা। 
Next Post Previous Post