|
প্রিজম |
প্রিজম কাকে বলে?
তিনটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তু যার দুটি পৃষ্ঠ সমান্তরাল তাকে প্রিজম বলে। কোন প্রিজমের পার্শ্ব ধারগুলো এর প্রান্তদ্বয়ের উপর লম্ব হলে প্রিজমটিকে সমপ্রিজম বলে।
তিনের অধিক পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ এবং যার দুটি পৃষ্ঠ সমান্তরাল তাকে প্রিজম বলে।