একমালিকানা ব্যবসায়ের সুবিধা ও অসুবিধা?

একমালিকানা ব্যবসা কি?
যে ব্যবসায় একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে একমালিকানা ব্যবসায় বলে। 

ক্ষুদ্রায়তন সংগঠন হিসেবে পৃথিবীর সকল স্থানে অন্যান্য কারবারের তুলনায় অজস্র একমালিকানা কারবার গড়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে এর সুবিধা সমূহ এবং এ সকল সুবিধার জন্যই এ কারবার আজ বিশ্বের জনপ্রিয়তার শীর্ষে অবস্থিত।

একমালিকানা ব্যবসায়
একমালিকানা ব্যবসায়

একমালিকানা ব্যবসায়ের সুবিধা?

  • গঠনের সরলতা
  • সুষ্ঠু পরিচালনা 
  • ব্যক্তিগত অনুপ্রেরণা ও উদ্যম
  • দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
  • মালিকের স্বাধীনতা
  • ব্যয় সংকোচন 
  • নমনীয়তা 
  • গোপনীয়তা রক্ষা
  • ব্যক্তিগত সম্পর্ক 
  • ঋণ প্রাপ্তির সুযোগ 
  • ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন
  • স্বল্প খরচে হিসাবরক্ষণ 
  • সুনাম অর্জনের সুবিধা 
  • সামাজিক সুবিধা 
  • কর্মসংস্থান
  • বৃহৎ কারবারের গোড়াপত্তন 
  • করের সুবিধা 
  • মালিকানা হস্তান্তর 
  • সহজ বিলোপ সাধন
  • ব্যক্তিগত ও সামাজিক সম্পদ বৃদ্ধি

গঠনের সরলতা কি?

একমালিকানা কারবার গঠন কার্য খুব সহজ। এরূপ কারবার গঠনে কোন আইনগত জটিলতা নেই। মালিকের ইচ্ছা ও সামর্থ্য থাকলে এধরনের কারখানা স্থাপন করা যায়। 

সুষ্ঠু পরিচালনা কি?

একমালিকানা কারবারে মালিক স্বয়ং এর পরিচালনায় অংশগ্রহণ করে বলে কাজ শৃঙ্খলার সাথে সম্পন্ন হয় এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকে। 

ব্যক্তিগত অনুপ্রেরণা ও উদ্যম কি?

একমালিকানা কারবারে লাভ হলে মালিক একাই সমুদয় মুনাফা ভোগ করে। ফলে কারবার পরিচালনায় তার উদ্যম ও যত্নের শেষ থাকে না। ব্যক্তিগত অনুপ্রেরণায় কারবারের শ্রীবৃদ্ধি পায়। 


দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কি?

মালিক নিজে কারবারের সর্বেসর্বা হর্তাকর্তা বলে কারবার সংক্রান্ত যেকোন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। 

মালিকের স্বাধীনতা কি?

একমালিকানা কারবারের মালিক স্বাধীনভাবে কারবার পরিচালনা করে নিজের এবং পরিবারবর্গের জীবিকার সংস্থান করতে সক্ষম হয়। 

ব্যয় সংকোচন কি?

অধিক মুনাফার জন্য কারবারের মালিক সর্বদাই মিতব্যয়িতার সাথে তার কারবার পরিচালনায় সচেষ্ট হয়। ফলে কারবারের ব্যয় সংকোচন অর্জিত হয়। 

নমনীয়তা কি?

এরূপ কারবারে এরূপ কারবারে মালিক ও নিয়ন্ত্রক এক ব্যক্তি হওয়ায় পরিবেশ-পরিস্থিতির পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কারবারের নীতি বা প্রকৃতি রদবদল করতে পারে। 

গোপনীয়তা রক্ষা কি?

কারবারের উন্নতির জন্য অনেক সময় গোপনীয়তা রক্ষা করা অত্যাবশ্যক। একমালিকানা কারবারে একজন মাত্র মালিক থাকে বলে গোপনিয়তা রক্ষা করা খুব সহজ। 

ব্যক্তিগত সম্পর্ক কি?

এধরনের কারবারে মালিকের সঙ্গে কর্মচারীদের, ভোক্তাদের এবং সরবরাহকারীদের একটি ব্যক্তিগত মধুর সম্পর্ক গড়ে ওঠে। 

ঋণ প্রাপ্তির সুযোগ কি?

এ ধরনের কারবারের দায় অসীম বলে মালিকের ব্যক্তিগত সম্পত্তি ও ঋণের জন্য দায়ী থাকে বলে কারবারের পক্ষে ঋণ পাওয়া সহজ হয়। 

ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন কি?

কোন জিনিস উৎপাদনে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের এটি উপযুক্ত ক্ষেত্র। ব্যক্তিগত বৈশিষ্ট্য বজায় রেখে স্বাধীনভাবে জীবিকা অর্জনের জন্য এটাই একমাত্র ক্ষেত্র। 

স্বল্প খরচে হিসাবরক্ষণ কি?

এ ধরনের কারবারে হিসাবরক্ষণের আইনের কড়াকড়ি নেই বিধায় মালিক স্বল্পব্যয়ে ইচ্ছামত হিসাবপত্র রাখতে পারে।
 

সুনাম অর্জনের সুবিধা কি?

কারবার ও মালিকের সত্তা অভিন্ন বিদায় মালিককে খুব সাবধানে কাজ করতে হয়। তার নিষ্ঠা, কর্মশক্তি ও ব্যক্তিত্বের প্রভাব সহজেই কারবারের উপর প্রতিফলিত হয়। ফলে এরূপ কারবারে সুনাম অর্জন ও বজায় রাখা সহজ হয়। 

সামাজিক সুবিধা কি?

ক্ষুদ্রায়তন বিশিষ্ট এ কারবার মহানগরী থেকে সুদূর গ্রাম পর্যন্ত যেকোন স্থানে গড়ে উঠতে পারে। ফলে সমাজের সর্বস্তরের জনগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতে পারে। 

কর্মসংস্থান কি?

এধরনের কারবারে শুধু মালিকেরই কর্মসংস্থান হয় না। সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। 

বৃহৎ কারবারের গোড়াপত্তন কি?

এক মালিকানা কারবার ক্ষুদ্র আকারের শুরু হলেও এর সাফল্য দেখা মেলে মালিক এবং এর সম্প্রসারণ ঘটিয়ে বৃহৎ আকারের পরিণত করতে পারে। 

করের সুবিধা কি?

এ কারবারের মালিক ব্যক্তিগতভাবে কর প্রদান করে বলে কারবারকে পৃথকভাবে কোন কর দিতে হয় না। 

মালিকানা হস্তান্তর কি?

প্রয়োজনবোধে মালিক সামান্য আইন আনুষ্ঠানিকতা পালন এর দ্বারা কারবারের মালিকানা হস্তান্তর করতে পারে। 

সহজ বিলোপ সাধন কি?

মালিক ইচ্ছা করলে যেকোন সময় এধরণের কারবারের বিলোপ ঘটাতে পারে। এর জন্য আইনগত ব্যবস্থা নিতে হয় না।  

ব্যক্তিগত ও সামাজিক সম্পদ বৃদ্ধি কি?

এধরনের কারবারে ব্যক্তিগত সঞ্চয় ও বিনিয়োগের উৎস দিয়ে পুঁজি সৃষ্টি করে। ফলে ব্যক্তিগত তথা জাতীয় সম্পদ বৃদ্ধি পায়। 

একমালিকানা ব্যবসায়ের অসুবিধা?

  • সীমিত মূলধন
  • সীমিত কর্মশক্তি
  • সীমাহীন দায়
  • স্থায়িত্বের অনিশ্চয়তা 
  • বিশেষায়ণের ক্ষেত্রে সীমাবদ্ধ 
  • বৃহৎ কারবারের অনুপযুক্ত
  • মালিকের খামখেয়ালিপনা
  • সীমিত আয়তন 
  • সপ্রসারণের অসুবিধা 
  • অধিক ব্যক্তিগত ঝুঁকি 
  • ব্যবস্থাপনার সমস্যা 
  • কর্মীদের সুযোগ সুবিধার অভাব 
  • সামাজিক মর্যাদার অভাব 
  • সীমাবদ্ধ ক্ষেত্র 
  • বিপর্যয়

সীমিত মূলধন কি?

একমালিকানা কারবারের সবচেয়ে বড় অসুবিধা হল মূলধনের সীমাবদ্ধতা। বহু লোকের তুলনায় এক ব্যক্তির ক্ষমতা সীমিত। এক মালিকের পক্ষে অধিক মূলধন জোগান দেওয়া কঠিন। 

সীমিত কর্মশক্তি কি?

ব্যক্তি বিশেষের কর্মশক্তি সবসময়ই সীমাবদ্ধ। কর্মশক্তি ও কর্ম ক্ষমতার সীমাবদ্ধতা হেতু একমালিকানা কারবার এর দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব হয় না। 

সীমাহীন দায় কি?

একমালিকানা কারবারের মালিকের দায় দায়িত্ব কোন সীমারেখা নেই। তবে কারবারের দেনার দায়ে তার ব্যক্তিগত সম্পত্তি নিলামে উঠতে পারে। 

স্থায়িত্বের অনিশ্চয়তা কি?

এরূপ কারবারের স্থায়িত্ব মালিকের অস্তিত্বের উপর নির্ভর করে। মালিক হঠাৎ মারা গেলে কারবারের বিলুপ্তি ঘটে। 

বিশেষায়ণের ক্ষেত্রে সীমাবদ্ধ কি?

কারবার পরিচালনায় যে বহুমুখী প্রতিভার প্রয়োজন তা এক ব্যক্তির মধ্যে সমাবেশ ঘটানো কঠিন। তাই বিশ্লেষণের ক্ষেত্রে এতে সীমাবদ্ধ। 

বৃহৎ কারবারের অনুপযুক্ত কি?

কারবার বৃহৎ হলে এক ব্যক্তির পক্ষে সঠিকভাবে চালনা করা কঠিন হয়ে পড়ে। কাজেই এরূপ কারবারের সুযোগ থাকলেও এর সম্প্রসারণ এগুতে পারেনা। 

মালিকের খামখেয়ালিপনা কি?

মালিক যেমন সুদক্ষ হলে কারবারের উন্নতি হয়। ঠিক তেমনি তার খামখেয়ালীপনার জন্য এ ধরনের কারবারের অবনতি ঘটে। 


সীমিত আয়তন কি?

পুঁজি কম বলে কারবারের আয়তন ক্ষুদ্র হয়। ফলে এ কারবার বৃহদায়তন কারবারের সুবিধা ভোগ করতে পারে না। 

সপ্রসারণের অসুবিধা কি?

পুঁজি ও পরিচালন ক্ষমতার সীমাবদ্ধতার দরুন এ কারবারের সম্প্রসারণ বাধাপ্রাপ্ত হয়। 

অধিক ব্যক্তিগত ঝুঁকি কি?

কারবারের সম্পূর্ণ ঝুঁকি ও দেনা মালিক নিজেই বহন করে ভুল। ফলে ভুল ত্রুটি হলে তাকে সম্পূর্ণ মাশুল দিতে হয়। 


ব্যবস্থাপনার সমস্যা কি?

মালিক একাই ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদন করে থাকে। এদিক থেকে কারবারকে প্রায় বিশৃংখলার সম্মুখীন হতে হয়। 

কর্মীদের সুযোগ সুবিধার অভাব কি?

ক্ষুদ্র আকারের কারবার প্রতিষ্ঠান বলে কর্মীরা বড় কারবারের সুবিধা সমূহ থেকে বঞ্চিত হয়। ফলে তাদের পদন্নতির সুযোগও থাকে না। 

সামাজিক মর্যাদার অভাব কি?

আইনগত সত্তার অভাবে এ কারবার সামাজিক মর্যাদা পায় না। ফলে মানুষ একে অবজ্ঞার চোখে দেখে। 

সীমাবদ্ধ ক্ষেত্র কি?

বিশেষ কতগুলো ক্ষেত্র ছাড়া এ ধরনের কারবার সুবিধা করতে পারে না। 

বিপর্যয় কি?

একই মালিকের একাধিক কারবার থাকলে কোন একটির বিপর্যয় ঘটলে অন্যগুলোর উপরও এর বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন