মিক্সিং ও ব্লেন্ডিং এর ত্রুটি?

মিক্সিং ও ব্লেন্ডিং
মিক্সিং ও ব্লেন্ডিং

মিক্সিং ও ব্লেন্ডিং এ সাধারণত নিম্নলিখিত ত্রুটি পরিলক্ষিত হয়ঃ
  • অসম দৈর্ঘের আঁশ 
  • অসম রং
  • ট্রাশের অসম মিক্সিং 
  • অসম মাইক্রোনিয়ার ভ্যালু

অসম দৈর্ঘের আঁশ কি?

যেসব আঁশ মিক্সিং করা হবে, সেসব আঁশের দৈর্ঘ্য সম্বন্ধে পূর্ব থেকেই নিশ্চিত হতে হবে। নতুবা অসম দৈর্ঘের আঁশ একত্রে মিক্সিং করলে পরবর্তী প্রক্রিয়ায় মারাত্মক অসুবিধার সৃষ্টি হতে পারে। আঁশের দৈর্ঘ্য অসমান হলে আঁশ প্রক্রিয়াকরণের সময় নেপ সৃষ্টি, আঁশ ছিড়ে যাওয়া, ওয়েস্টেজ বৃদ্ধি সর্বোপরি উৎপাদন খরচ বৃদ্ধি পায়। 

অসম রং কি?

মিক্সিং এর পূর্বে আঁঁশে রঙের অসমতা দূর করতে হবে। রঙের অসমতা দূর করার লক্ষ্যে আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা কালার শনাক্ত করে নিতে হবে। বিভিন্ন কালারের আঁশের মিশ্রণের ফলে তৈরিকৃত সুতা পরবর্তীতে ডাইং ও প্রিন্টিং এ শেড ভ্যারিয়েশনের সৃষ্টি করে। 

ট্রাশের অসম মিক্সিং কি?

মিক্সিং করার পূর্বে বিভিন্ন প্রকার বা গ্রেডের আঁশের পরিমাণ সুষম হতে হবে। নতুবা প্রক্রিয়াকরণের সময় একদিকে যেমন সম্পূর্ণ ট্রাশ দূর হয় না তেমনি পাশাপাশি ট্রাশের সাথে ভাল আঁশও দূর হয়। 

অসম মাইক্রোনিয়ার ভ্যালু কি?

মাইক্রোনিয়ার ভ্যালু অসমান থাকার অর্থ পরিপক্ক, অপরিপক্ক ও মৃত আঁশের পরিমাণ কম বেশি থাকা। ভাল আঁশের সাথে খারাপ আঁশ মিশ্রিত করলে নেপ, নয়েল ইত্যাদি বৃদ্ধি পায় পাশাপাশি উৎপাদন খরচও বৃদ্ধি পায় 
Next Post Previous Post