বিমা |
বিমা আর বাজি ধরার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। বীমা করা হয় জীবন সম্পদ ও সম্পত্তির ক্ষেত্রে বিদ্যমান সম্ভাব্য বিপদ বিপর্যয়ের দুর্ভাবনা থেকে অব্যহতি লাভের আশায়। আর বাজি ধরা হয় সামরিক আনন্দ লাভ বা অধিকতর অনিশ্চয়তার মধ্যে অহেতুক তৃপ্তি লাভের আশায়।
পরিশেষে বলা যায় যে বিমাকে জুয়া খেলা বলা হয় না। কারণ হচ্ছে বিমার বিষয়বস্তুর উপর বিমাগ্রহীতার বীমাযোগ্য স্বার্থ জড়িত থাকে।