হাইড্রোজেন পার অক্সাইডকে কেন আদর্শ ব্লিচিং এজেন্ট বলা হয়?

হাইড্রোজেন পার অক্সাইড এর আদর্শ ব্লিচিং
হাইড্রোজেন পার অক্সাইড এর আদর্শ ব্লিচিং

হাইড্রোজেন পার অক্সাইডকে কেন আদর্শ ব্লিচিং এজেন্ট বলা হয়?
হাইড্রোজেন হাইড্রোজেন পার অক্সাইড (H2O2) দ্বারা ব্লিচড কাপড় স্থায়ী এবং ধবধবে সাদা হয়। এর ব্যবহারের ফলে কাপড়ের টেনসাইল স্ট্রেংথ এর তেমন কোন ক্ষতি হয় না। আর এ পদ্ধতিতে কাপড়ের মধ্যে ব্লিচিং এর পাশাপাশি কিছু স্কাওয়ারিং অ্যাকশনও হয়। 

ফাইবার তথা কাপড় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও ওভার ব্লিচিং হলেও কাপড়ে তেমন কোন ক্ষতির আশঙ্কা থাকে না। এজন্য হাইড্রোজেন পার অক্সাইড (H2O2) কে আদর্শ ব্লিচিং এজেন্ট বলা হয়। 
Next Post Previous Post