মিটার থেকে কেজি বের করার নিয়ম |
কাপড়কে মিটার থেকে কেজিতে রুপান্তর করার জন্য নিচের তথ্যগুলো প্রথমে জেনে নিতে হবেঃ
- Fabric Length মিটারে মেপে নিতে হবে।
- ফেব্রিকের Dia (Open Width) বা খোলা প্রস্থ মিটারে মেপে নিতে হবে।
- ফেব্রিকের GSM নির্ণয় করে নিতে হবে।
উপরের তথ্যেগুলোর ভিত্তিতে নিচের সূত্রের সাহায্যে কাপড়কে মিটার থেকে কেজিতে রুপান্তর করতে হবেঃ
ফেব্রিককে মিটার থেকে কেজি বের করার সূত্রঃ
Fabric Weight = [(Fabric Length (m) × Fabric Width (m) × Fabric GSM) ÷ 1000] Kg
বিঃ দ্রঃ ফেব্রিকের Dia সব সময় Open অবস্থায় নিতে হবে। আর ফেব্রিকের Dia যদি Tube হয় তাহলে তা কেটে ওপেন করে মেপে নিতে হবে।
উদাহরণঃ একটি Roll এ 1800 মিটার ফেব্রিক আছে যার Dia হল 76 ইঞ্চি এবং GSM হল 220 তাহলে ঐ Roll এ মোট কত কেজি ফেব্রিক আছে?
সমাধানঃ
দেওয়া আছে,- Roll এর মোট কাপড়ের দৈর্ঘ্য বা Fabric Length= 1800 মিটার।
- Dia বা Fabric Dia= 76 inches = (0.0254 × 76) মিটার = 1.93 মিটার। [ যেহেতু 1 ইঞ্চি = 0.0254 মিটার ]
- ফেব্রিক জিএসএম= 220
এখন উপরের তথ্যগুলো ফেব্রিককের ওয়েট নির্ণয়ের সূত্রে বসালে ফেব্রিকের ওজন কেজিতে পাওয়া যাবে।
যেমন, Fabric Weight= [(Fabric Length (m) × Fabric Width (m) × Fabric GSM) ÷ 1000] Kg
Fabric Weight
= [(1800 × 1.93 × 220) ÷ 1000] কেজি।
= (764280 ÷ 1000) কেজি
= 764.280 কেজি
= 764.280 কেজি
আশা করি কাপড়কে মিটার থেকে কেজিতে সহজে বের করতে পারবেন।