মিটার থেকে কেজি বের করার নিয়ম?

মিটার থেকে কেজি বের করার নিয়ম
মিটার থেকে কেজি বের করার নিয়ম

কাপড়কে মিটার থেকে কেজিতে রুপান্তর করার জন্য নিচের তথ্যগুলো প্রথমে জেনে নিতে হবেঃ
  • Fabric Length মিটারে মেপে নিতে হবে।
  • ফেব্রিকের Dia (Open Width) বা খোলা প্রস্থ মিটারে মেপে নিতে হবে।
  • ফেব্রিকের GSM নির্ণয় করে নিতে হবে।

উপরের তথ্যেগুলোর ভিত্তিতে নিচের সূত্রের সাহায্যে কাপড়কে মিটার থেকে কেজিতে রুপান্তর করতে হবেঃ

ফেব্রিককে মিটার থেকে কেজি বের করার সূত্রঃ
Fabric Weight = [(Fabric Length (m) × Fabric Width (m) × Fabric GSM) ÷ 1000] Kg

বিঃ দ্রঃ
ফেব্রিকের Dia সব সময় Open অবস্থায় নিতে হবে। আর ফেব্রিকের Dia যদি Tube হয় তাহলে তা কেটে ওপেন করে মেপে নিতে হবে। 

উদাহরণঃ একটি Roll এ 1800 মিটার ফেব্রিক আছে যার Dia হল 76 ইঞ্চি এবং GSM হল 220 তাহলে ঐ Roll এ মোট কত কেজি ফেব্রিক আছে?

সমাধানঃ

দেওয়া আছে,      
  • Roll এর মোট কাপড়ের দৈর্ঘ্য বা Fabric Length= 1800 মিটার।
  • Dia বা Fabric Dia= 76 inches = (0.0254 × 76) মিটার = 1.93 মিটার। [ যেহেতু 1 ইঞ্চি = 0.0254 মিটার ]
  • ফেব্রিক জিএসএম= 220

এখন উপরের তথ্যগুলো ফেব্রিককের ওয়েট নির্ণয়ের সূত্রে বসালে ফেব্রিকের ওজন কেজিতে পাওয়া যাবে।

যেমন, Fabric Weight= [(Fabric Length (m) × Fabric Width (m) × Fabric GSM) ÷ 1000] Kg

Fabric Weight
 = [(1800 × 1.93 × 220) ÷ 1000] কেজি।
  = (764280 ÷ 1000) কেজি
  = 764.280 কেজি

আশা করি কাপড়কে মিটার থেকে কেজিতে সহজে বের করতে পারবেন।
Next Post Previous Post